২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

জানা-অজানা সাগর-ঘোড়া

-

ছোট্ট বন্ধুরা,
সাগর-ঘোড়া সাগরের প্রাণী। এটি কোনো ঘোড়া নয়। এর মুখ দেখতে অনেকটা ঘোড়ার মতো। সাগরে বাস এবং ঘোড়ামুখো বলে এর নাম সাগর-ঘোড়া। ইংরেজি নাম sea-horse (সি-হর্স)। এদের বেশির ভাগ বাস করে উষ্ণ অঞ্চলে সাগরের অল্প পানিতে।
নামে সাগর-ঘোড়া হলেও লম্বায় বড়জোর এক ফুট হয়। এরা চলে খাড়া হয়ে। চলার পথে পানির তলায় গাছপালা পেলে তাতে লেজটাকে জড়িয়ে দিয়ে বিশ্রাম করে। এদের লেজ কুমিরের লেজের মতো। মা সাগর-ঘোড়া ডিম পাড়ে আর বাবা এগুলো রাখে বুকের থলিতে। এবার ছবি দেখো। খুব সন্দুর, তাই না?

 


আরো সংবাদ



premium cement