২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

জানা-অজানা আজব প্রাণী উড়ন্ত কাঠবিড়ালি

-

ছোট্ট বন্ধুরা,

তোমরা হয়তো উড়ন্ত কাঠবিড়ালি সম্পর্কে জানো। এটি একটি আজব প্রাণী। নামে উড়ন্ত কাঠবিড়ালি হলে কী হবে, বাস্তবে এরা ওড়ে না। আসলে এরা এক গাছ থেকে অন্য আরেকটি গাছে বড় বড় লাফ দেয়। লাফ দেয়ার আগে ওরা পাগুলোকে চার দিকে ছড়িয়ে দেয়। ওদের সামনের পা আর পেছনের পায়ের সংযোগস্থলে একটি করে চামড়ার ভাঁজ রয়েছে। পাগুলো চার পাশে ছড়ানো অবস্থায় চামড়ার এ ভাঁজগুলো প্যারাসুটের মতো ছড়িয়ে যায়। এ অবস্থায় ওরা শূন্যে ঝাঁপ দিলে চামড়ার ছড়ানো এ ভাঁজগুলো বাতাসে ভাসতে শুরু করে। এভাবে বাতাসে ভেসে ভেসে ওরা এক গাছ থেকে অন্য গাছে চলাফেরা করে। বাতাসে ভেসে চলার সময় ওদের লেজটি হালের মতো কাজ করে।
উড়ন্ত কাঠবিড়ালিরা নিশাচর প্রাণী। তাই দিনের বেলা সহজে ওদের দেখা পাওয়া যায় না। রাতের বেলা এরা উঁচু গাছের পাতার আড়াল থেকে বাইরে বেরিয়ে আসে।
এবার ছবি দেখো।

 


আরো সংবাদ



premium cement