২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

দুই গোয়েন্দার অভিযান

-

পঁয়ত্রিশ.

‘ভোটের আগের শেষ মিটিং। শহরের সব লোক যাবে অ্যাসেম্বলি হলে, থিম পার্ক নিয়ে আলোচনার জন্য। জোসি কই? সে-ও তো যেতে চেয়েছিল।’
‘রেড লাইট দড়ি ছিঁড়ে পালিয়েছে। ওকে খুঁজতে গেছে,’ রেজা জানাল।
‘সর্বনাশ! কুকুরটাকে না পেলে মস্ত ক্ষতি হয়ে যাবে। রেড লাইট ওর দলের সবচেয়ে ভালো কুকুরগুলোর একটা। ইডিটারোড রেসেরও আর দেরি নেই। এ সময় রেড লাইটকে খোয়ালে খুব বেকায়দায় পড়ে যাবে।’
পার্কা পরে বেরিয়ে এলো মুন। অ্যাসেম্বলি হলে রওনা হলো তিনজনে। হাঁটতে হাঁটতে ভাইকে বলল সুজা, ‘ওকে কি ওখানে পাওয়া যাবে?’
‘কাকে?’ বুঝতে পারল না রেজা।
‘যাকে আমরা তাড়া করেছিলাম।’
‘কী জানি। যদি যায়ও সে, চিনতে পারব না। শহরে অনেকেই সবুজ পার্কা গায়ে দেয়। কোনজন আমাদের লোক বুঝব কিভাবে?’
অ্যাসেম্বলি হলে এসে দেখল লোকে ভরে গেছে। পেছনের সারিতে সিট পেল ওরা। নেতা গোছের একজন সভা আরম্ভ করার নির্দেশ দিলেন। তাকে চেনে না দুই গোয়েন্দা।
‘মিস্টার সিউল, টেডের বাবা,’ ফিসফিস করে বলল মুন।
প্রথমে বিগ্স্কে কিছু বলার অনুরোধ জানালেন মিস্টার সিউল।
গ্লিটারে থিম পার্ক হলে শহরবাসী কী কী সুবিধে ভোগ করবে, তার ওপর বক্তৃতা দিলো বিগ্স্। ঘুম পাচ্ছে রেজার। হাততালির শব্দে চমকে জেগে গেল। দেখে বিগ্স্ বসে পড়েছে। গোল্ড ফেরানি উঠে দাঁড়িয়েছে। বক্তৃতা শুরু করল। পুরো সজাগ এখন রেজা। কান খাড়া করে শুনতে লাগল। (চলবে)


আরো সংবাদ



premium cement