২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
ভা র তে র রূ প ক থা

ময়ূরের জন্ম কেমন করে হলো

-

(গত দিনের পর)
ঝিরিঝিরি বইছিল দখিনা হাওয়া। ঘরের আঙিনায় দড়ির মধ্যে ক্লিপ দিয়ে আটকে দেয়া হয়েছিল সেই রুমাল।
মেয়েটির মন আজ বেশ ভালো। খুব ফুরফুরে লাগছিল তার নিজেকে। হঠাৎই তার মনে হলো, বাড়ির পাশের খাল থেকে কিছু চিংড়ি মাছ ধরে আনবে। চিংড়ির বড়া খাওয়া হয় না অনেক দিন। যেই ভাবা সেই কাজ। বাহারি একটা খালুই নিয়ে সে রওনা হলো চিংড়ি মাছ ধরতে। যাওয়ার আগে সে তার স্বামীকে বারবার সাবধান করে দিয়ে গেল,
Ñ খবরদার, সিল্কের রুমালটা কিন্তু কিছুতেই তুমি ধরবে না। যদি মুষলধারে বৃষ্টিও নামে, তাতেও না।
রুমাল ধরার সময় যে মন্ত্র পড়তে হয়, মানে সেটাই নিয়ম, সে কথা তার স্বামীকে বলতে বেমালুম ভুলে গেল কিংবা এমনও হতে পারে, সুন্দর আবহাওয়া দেখে সে ভেবেছিল বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। মাছটাছ ধরে কিছুক্ষণ পর সে তো বাড়িতে ফিরে আসবেই। তখন নিজেই রুমালটা ঘরে নিয়ে আসবে। সুতরাং নিশ্চিন্ত মনেই সে চিংড়ি ধরতে চলে গেল খুশিমনে। বহুদিন পর লতাপাতা দিয়ে চিংড়িভোজ হবে দারুণ রকমের। এমনটি ভাবতে ভাবতে তার জিভে জল এসে যায়।
(চলবে)

 


আরো সংবাদ



premium cement