২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
কে কী কেন কিভাবে

যাযাবর প্রজাপতি

-

 

আজ তোমরা জানবে যাযাবর প্রজাপতি সম্পর্কে। এ প্রজাপতি যাযাবর পাখিদের মতো উড়ে যেতে পারে দূর থেকে দূরান্তরে, এমনকি দূরের দেশে। এরা প্রায় দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দেয়। লিখেছেন লোপাশ্রী আকন্দ


প্রজাপতি কী? একটি সুন্দর পতঙ্গ। এটি বিচিত্র বর্ণের পাখাযুক্ত আর ছয় পা-বিশিষ্ট। এ পতঙ্গ দুর্বল ও ক্ষণজীবী। তবে একধরনের প্রজাপতি অনেক দূরের পথে উড়ে যেতে সক্ষম। এ প্রজাপতি যাযাবর প্রজাপতি নামে পরিচিত। যাযাবর প্রজাপতি যাযাবর পাখিদের মতো উড়ে যেতে পারে দূর থেকে দূরান্তরে, এমনকি দূরের দেশে। তবে যে জায়গা থেকে তারা যাত্রা শুরু করে সেখানে আর ফিরে আসতে পারে না। এর কারণ হয়তো মৃত্যু। নতুন জায়গায় এবং কখনো বা চলার পথেই যাযাবর প্রজাপতির মৃত্যু হয়। বিশ্বখ্যাত ব্রিটিশ বিজ্ঞানী ডারউইন একবার দক্ষিণ আমেরিকা থেকে অসংখ্য প্রজাপতি দলবেঁধে উড়ে আসতে দেখেন। এ দলগুলো প্রায় দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দেয়।

 


আরো সংবাদ



premium cement