২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

দুই গোয়েন্দার অভিযান

-

বাইশ.

জটিল কিছু যন্ত্রপাতি দেখে কৌতূহল হয়েছিল সুজার, দেখার জন্য আগের জায়গা থেকে সরে চলে এসেছিল, সে-কারণেই রেজাকে আক্রান্ত হতে দেখেনি। চাপা চিৎকার শুনে ফিরে তাকাল। গোল্ডের সবুজ পার্কা আর লাল ক্যাপ চিনতে পারল। রেজার গলা জড়িয়ে ধরে রেখেছে গোল্ড।
ভাইকে সাহায্য করতে ছুটল সুজা।
তবে তার সাহায্যের প্রয়োজন হলো না। গোল্ডের কনুই আর কব্জি চেপে ধরে হঠাৎ ঝটকা দিয়ে পাশে সরে গেল রেজা। জুজুৎসুর প্যাঁচ ‘হ্যামারলক’-এ আটকে ফেলল বিস্মিত গোল্ডকে।
‘ছাড়ো ছাড়ো! ব্যথা দিচ্ছ তো আমাকে!’ চেঁচিয়ে উঠল গোল্ড। ‘আমি বুড়ো মানুষ!’
‘এটা ভাবার দরকার ছিল আমাকে ধরার আগে।’ গোল্ডকে ছেড়ে দিয়ে দ্রুত দুই কদম পিছিয়ে গেল রেজা। গোল্ড যদি আবার কিছু করতে চায়, পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত সে।
ভুরু দুটো কুঁচকে রেখে বাহুর ওপরের অংশ ডলতে লাগল গোল্ড। ‘আমার ওপর নজর রাখছিলে তুমি। এসব আমার ভালো লাগে না।’
‘নজর রাখতে আসিনি, আপনার সঙ্গে কথা বলতে এসেছি,’ জবাবটা দিলো সুজা। ‘আপনাকে ঘাবড়ে দিতে চাইনি।’ বলেই বুঝল ভুল কথা বলে ফেলেছে।
‘ঘাবড়ে দেবে!’ চিৎকার করে উঠল গোল্ড, ‘আমাকে? কেউ আমাকে ঘাবড়ে দিতে পারে না!’
‘না না,’ তাড়াতাড়ি বলল সুজা, ‘ঘাবড়ানো নয়। আসলে চমকে দিতে চাইনি।’
মাটিতে থুথু ফেলল গোল্ড। ‘আমাকে কেউ চমকেও দিতে পারে না। পেছন থেকে এসে টেক্স ফেরানিকে অবাক করবে, এত সহজ না। আমি তোমাদের আসার শব্দ শুনেছি। তোমাদের গন্ধ পেয়েছি...’ (চলবে)

 


আরো সংবাদ



premium cement