২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
তা ন জা নি য়া র রূ প ক থা

বানর, হাঙর ও ধোপার গাধা

-

(গত দিনের পর)
আমতা আমতা করে বলে,
তার কোনো দরকার হবে না। বরং চলো, আমরা সাগরের পাড়ে আবার ফিরে যাই। তুমি তখন তোমার হৃৎপিণ্ডটা সঙ্গে নিয়ে আসতে পারবে। কী বন্ধু, আমার এই প্রস্তাবে তুমি রাজি আছো?
কীমা চেঁচিয়ে উঠে বলে,
না না। এখন আর ডাঙায় ফিরে যাওয়ার প্রশ্নই আসে না। চলো, তোমার বাড়িতেই যাওয়া যাক।
পাপা হাঙর এতে সম্মত হয় না। সে জোরাজুরি করে,
না হে বন্ধু। তা হয় না। আমরা বরং সাগর পাড়েই ফিরে যাই। যাওয়ার পর তুমি তোমার হৃৎপিণ্ডটা বুকের ভেতর ভরে আনবে। তারপর আমরা নতুন করে রওনা দেবো।
বানর দোনোমনো করে শেষ পর্যন্ত রাজি হয়। বাইরে এমন ভাব দেখায় যে, খুব অনিচ্ছায় সে ফিরে যাচ্ছে।

পাপা হাঙরের পিঠে চড়ে বানর কীমা ফিরে আসে নিজের আস্তানায়। ফেরা মাত্র এক মুহূর্ত দেরি করে না। ঝটপট সে উঠে যায় গাছের মগডালে। (চলবে)


আরো সংবাদ



premium cement