২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

তা ন জা নি য়া র রূ প ক থা বানর, হাঙর ও ধোপার গাধা

-

(গত দিনের পর)

বানর আলগোছে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দুষ্টু হাঙরের কথা শোনে। চিন্তিত ও বেজার মুখে বলে,
আমরা বানররা যখন গাছপালা ছেড়ে অন্য কোথাও যাই, তখন হৃৎপিণ্ডটা খুবই সাবধানে গাছের খোঁড়লে লুকিয়ে রাখি। আমরা যখন অন্য কোথাও বের হই, তখন এই শরীরটাই শুধু থাকে আমাদের সঙ্গে। হৃৎপিণ্ডটা থাকে না। সে রকমই নিয়ম কি না। এই রীতি সুদূর প্রাচীনকাল থেকে চলে আসছে। আমার মনে হচ্ছে, তুমি আমার কথা বিশ্বাস করছো না। তুমি হয়তো ভাবছো যে, আমি খুবই ভয় পেয়ে গেছি। মোটেও তা নয়। চলো চলো, আমাকে এখনি তোমার বাড়ি নিয়ে চলো। সেখানে গিয়ে আমাকে নিয়ে খুন করে ফেলো। তারপর দ্যাখো, সত্যি সত্যিই আমার এই বুকে হৃৎপিণ্ড আদৌ আছে কি না। নিজের চোখে দেখলে পরে তুমি আর অবিশ্বাস করতে পারবে না।
হাঙর এবার বানরের কথা বিশ্বাস করে। সে দুষ্টু হলেও কিছুটা বোকাও বটে।
(চলবে)

 


আরো সংবাদ



premium cement