২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

দুই গোয়েন্দার অভিযান

-

পাঁচ.

শুকনো ডাল ভেঙে ঘাসগুলোর ওপর ছড়িয়ে দিলো সে। তারপর পানিনিরোধক একটা হোল্ডার থেকে দিয়াশলাই বের করে আগুন ধরাতে ব্যস্ত হলো।
চোখের পলকে আগুন ধরে গেল ঘাসে। তাতে ডালপাতা ফেলে আগুনটা বাড়াল জোসি। তৈরি হয়ে গেল অগ্নিকুণ্ড। আগুনের ধার ঘেঁষে বসল তিনজনে। ওদের দেহ যেন শুষে নিতে লাগল প্রাণদায়ী সেই উত্তাপ। হাত-পায়ের সাড় ফিরতে মুখ তুলে তাকাল সুজা। হাসি ফুটল মুখে। রেজা আর জোসির মাঝেও সংক্রামিত হলো তার হাসি।

সুজার ভেজা কাপড় আগুনের আঁচে শুকাতে দিয়ে নাশতা খেতে বসল ওরা। ইমারজেন্সি কিট থেকে বের করল পিচফল আর হার্ডট্যাক ক্র্যাকারÑ অর্থাৎ লবণ মাখানো শুকনো মাংসের টুকরো। একটা ক্যানে কিছু তুষার গলিয়ে নিয়ে ¯প্রুস-নিডলের চা বানাল জোসি। অবশেষে শহরে ফিরে যাওয়ার মতো বল পেল শরীরে সুজা। আগুন নিভিয়ে, স্লেজ ঘুরিয়ে, শহরে যেতে তৈরি হলো ওরা।
‘এক দিনের জন্য যথেষ্ট প্র্যাকটিস হয়েছে, কী বলো?’ হেসে ভুরু নাচাল জোসি।
‘এক দিন না, তিন দিন,’ রেজা বলল।
‘উঁহু,’ মাথা নাড়ল সুজা, ‘তিন মাস।’
যে পথে এসেছিল, সে-পথেই ইউকনে ফিরে এলো ওরা। নদীর মাঝখান দিয়ে চলল। আর কোনো বিপত্তি ঘটল না। নিরাপদেই ওদেরকে পার করে আনল ডায়মন্ডহার্ট।
হঠাৎ গোঁ গোঁ শব্দ করল কুকুরটি। ফিরে ফিরে তাকাতে লাগল জোসির দিকে।
জোসি বলল, ‘হ্যাঁ, আমিও দেখেছি!’
‘কাকে?’ রেজার প্রশ্ন।
(চলবে)

 


আরো সংবাদ



premium cement