২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

স্থাপত্য কোনাক্রি বড় মসজিদ

-

আজ তোমরা জানবে কোনাক্রি বড় মসজিদ সম্পর্কে। কোনাক্রি বড় মসজিদ শুধু ধর্মীয় স্থাপনাই নয়, এটি আটলান্টিক উপকূলের শহর কোনাক্রির একটি বিশেষ দর্শনীয় স্থানও। লিখেছেন মুহাম্মদ রোকনুদ্দৌলাহ্

আফ্রিকা কী? একটি মহাদেশের নাম। এ মহাদেশের সাবসাহারান অঞ্চলের সবচেয়ে বড় মসজিদের নাম কোনাক্রি বড় মসজিদ। আফ্রিকা মহাদেশের চতুর্থ বৃহত্তম মসজিদ এটি। এর অবস্থান গিনির রাজধানী কোনাক্রিতেÑ কোনাক্রি উদ্ভিদ উদ্যানের উত্তরে। আকর্ষণীয় এই মসজিদ প্রতিষ্ঠিত হয় ১৯৮২ সালে। প্রতিষ্ঠা করেন আহমেদ সেকু তুরে। তিনি গিনির প্রেসিডেন্ট ছিলেন। মসজিদটি নির্মাণে সৌদি আরবের সেই সময়কার বাদশাহ ফাহাদ সহায়তা করেন। মসজিদের গম্বুজগুলো দৃষ্টিনন্দন। মিনার চারটি বেশ উঁচু, যা বহু দূর থেকে দেখা যায়। এগুলোতে সবুজ রঙের টালি ব্যবহার করা হয়েছে।
এ মসজিদে প্রায় ১২ হাজার ৫০০ মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন। পুরুষ মুসল্লিরা নিচতলায় আর নারী মুসল্লিরা ওপরতলায় নামাজ আদায় করেন। এ ছাড়া, প্রয়োজনে মসজিদের আঙিনাতেও প্রায় সাড়ে ১২ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন।
কোনাক্রি বড় মসজিদ শুধু ধর্মীয় স্থাপনাই নয়, এটি আটলান্টিক উপকূলের শহর কোনাক্রির একটি বিশেষ দর্শনীয় স্থানও।
মসজিদের বাগানে শায়িত আছেন গিনির কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। প্রতিদিন অনেক মানুষ এ মসজিদ পরিদর্শনে আসেন।
তথ্যসূত্র : ওয়েবসাইট

 


আরো সংবাদ



premium cement