২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
তা ন জা নি য়া র রূ প ক থা

বানর, হাঙর ও ধোপার গাধা

-

(গত দিনের পর)

বাতাসের অভাবে দম বন্ধ হয়ে আসে। সত্যি বলতে কী, সাঁতারও জানি না।
হাঙর পাপা এ কথা শুনে হেসে ওঠে। বলে,
না হে, তুমি ঘাবড়িয়ো না। বিশেষ কৌশল একটা আমার জানা আছে। দেখো, তোমার কোনোই অসুবিধে হবে না। তোমাকে নিয়ে যাওয়ার দায়দায়িত্ব আমার। কোনো পানি তোমার গায়ে লাগবে না। একটুও না। একবার পরীক্ষা করে দেখোই না কেন।
আচ্ছা বেশ তো। তুমি যখন এত করে বলছো, আমি সানন্দে তোমার বাড়িতে যাবো। চলো, রওনা হওয়া যাক এবার।
হাঙর পাপা তার পিঠে সওয়ারি করে নিল কীমা নামের বানর বন্ধুকে।
কিছু দূর যাওয়ার পর পাপা মুখ খোলে,
তুমি আমার বন্ধু। তোমাকে আমি এখন সত্য কথাটা বলব। গোপন করব না কিছু। তুমি কিন্তু ভাই আমাকে ভুল বুঝবে না। কেমন?
কীমা তার বন্ধু পাপার অদ্ভুত আচরণে আজ শুধুই অবাক হচ্ছে। আচ্ছা, ব্যাপারটা কী আসলে? একের পর এক হেঁয়ালিভরা আচরণ করছে সে।
(চলবে)


আরো সংবাদ



premium cement