১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

তা ন জা নি য়া র রূ প ক থা বানর, হাঙর ও ধোপার গাধা

-

(গত দিনের পর)
কীমা ভালো মনের একটা বানর। সে ‘লোক’ খারাপ না। বন্ধুকে নিরাশ করে না তাই। পাপা হাঙর যেদিনই আসে, বেশ ভালো পরিমাণ বাদাম সে ছুড়ে ছুড়ে ফেলে দেয় জলে। ভাবে, আহা রে বেচারা! খাক না দু’চারটে বাদাম। দু’জনে পেটপুরে নাশতা খেয়ে জমিয়ে আড্ডা দেয় ধুম। দুপুর অবধি চলে দুই বন্ধুর গল্প। সুখ-দুঃখের গল্প করে তারা। আড্ডা আলাপচারিতায় তরতর করে সময় কেটে যায়।
এভাবে চলে গেল কয়েক বছর। দিনকাল তাদের যাচ্ছিল বেশ ভালোই। হঠাৎই কেমন যেন ছন্দপতন ঘটে গেল। কী থেকে যে কী হয়ে গেল। বিচ্ছিরি ধরনের একটা ভুল বোঝাবুঝি হলো দুই বন্ধুর মধ্যে। কিভাবে কী ঘটল, সেই কাহিনীই আমরা এখন বিস্তারিত জানতে চলেছি। ঘটনার গভীরে গেলেই আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠবে, আসলে কী ঘটেছিল। কেমন করে, কেনই বা ঘটেছিল।
একদিন পাপা হাঙর বলে,
বন্ধু, তোমার সুবাদে অনেক অনেক বাদাম খাওয়ার সুযোগ হয়েছে আমার।
(চলবে)

 


আরো সংবাদ



premium cement