১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

জানা-অজানা চুল আঁচড়ানো

-

ছোট্ট বন্ধুরা,

চিরুনি বা চুলবুরুশ দিয়ে চুল আঁচড়ালে কী হয়? চুল পরিপাটি হয়। ভালোভাবে চুল সাজানো বা কেশবিন্যাস করা যায়। চুলের অপর নাম কেশ। চিরুনি দিয়ে নিয়মিত আঁচড়ালে শুধু যে চুলের সৌন্দর্য বাড়ে, তা কিন্তু নয়। এতে চুলের গোড়া শক্ত হয়, চুলপড়া কমে। এ ছাড়া চুলে জট পাকানো বন্ধ হয় এবং উঁকুন মাথায় টিকতে পারে না।
চুল আঁচড়াতে ভালো চিরুনি ব্যবহার করা উত্তম। চিরুনি ইংরেজি কী? কৌম্ (ঈড়সন)। অবশ্য এ দেশে অনেকে কম্ব্ বলে। এবার ছবি দেখো।


আরো সংবাদ



premium cement