২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
কে কী কেন কিভাবে

খোঁচাজাল

-

আজ তোমরা জানবে খোঁচাজাল সম্পর্কে । খোঁচা মেরে মেরে জাল দিয়ে মাছ ধরা হয় বলে বরিশাল-বরগুনা অঞ্চলে এই জালকে খোঁচাজাল বলে। তবে এই নাম সব জায়গায় এক নয়। খোঁচাজাল এখনো এ দেশে টিকে আছে। লিখেছেন মৃত্যুঞ্জয় রায়

আমাদের মাতৃভূমি বাংলাদেশ। এটি নদনদীর দেশ। মাছ ধরা এ দেশের এক সুপ্রাচীন ঐতিহ্য। মাছ ধরার জন্য এ দেশে বহু রকমের উপকরণ ব্যবহার করা হয়। এগুলোর মথ্যে অন্তত পঞ্চাশ রকমেরও বেশি জাল রয়েছে, যা দিয়ে মাছ ধরা হয়। খোঁচাজাল, হোচাজাল, খেপলা জাল, শিবজাল, ধর্মজাল, ঠেলাজাল, বেহুন্দি জাল, টানা জাল, পাটা জাল ইত্যাদি অন্যতম। খোঁচাজাল এ দেশের প্রায় সব এলাকাতেই দেখা যায়। খাল ও বিলে মাছ ধরার জন্য প্রধানত এই জাল ব্যবহৃত হয়। যেসব জলাশয়ে স্রোত থাকে সেসব জলাশয়ে মাছ ধরার জন্য এই জাল খুবই উপযোগী। এই জাল দিয়ে মাছ ধরার জন্য প্রথমে জলাশয়ে বড় বড় বাঁশের খুঁটি পুঁতে জাল টাঙানোর জন্য একটি কাঠামো তৈরি করা হয়। সেই কাঠামোতে ত্রিভুজাকারে দু’টি লম্বা বাঁশ গোড়ার দিক একত্রে রেখে দু’দিকে প্রশস্ত করা হয়। এই বাঁশের সাথে খোঁচাজাল টান টান করে বেঁধে দেয়া হয়। গোড়ার দিকটা বাঁশের কাঠামোর সাথে এমনভাবে বাঁধা হয়, যাতে সেটি একটি লিভারের সাহায্যে ওঠানামা করতে পারে। একজন লোক গোড়ার প্রান্তে দাঁড়িয়ে জালটি জলাশয়ের ভেতরে স্রোতের বিপরীতে নামিয়ে দেয় এবং কিছুক্ষণ পর টেনে তোলে। স্রোতের সাথে আসা মাছ জালে আটকা পড়ে। সেসব মাছ ধরে বাঁশের কাঠামো বা খুঁটির সাথে বেঁধে রাখা একটি বাঁশের ডোলে রাখা হয় এবং জাল আবারো জলে নামিয়ে দেয়া হয়। খোঁচা মেরে মেরে জাল দিয়ে মাছ ধরা হয় বলে বরিশাল-বরগুনা অঞ্চলে এই জালকে খোঁচাজাল বলে। তবে এই নাম সব জায়গায় এক নয়। খোঁচাজাল এখনো এ দেশে টিকে আছে।

 


আরো সংবাদ



premium cement
দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি সকল কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি থাকতে হবে : মাওলানা হালিম বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে : ড. মঈন খান সাজেকে পাহাড়ি খাদে পড়ে মাহিন্দ্রচালক নিহত

সকল