২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ভা র তে র রূ প ক থা স্বপ্নিল মেয়েটি

-

(গত দিনের পর)
মেঘ বলে, বরফকন্যার কাছে যাবে? সে তো হিমশীতল গো! তার কাছে গেলে তুমি শীতে জমে যাবে গো।
লোলি বলে, জমব না, জমব না। আমার কাছে চাদর আছে। কাশ্মিরি শাল। কী উম্। অবশ্য, ঠাণ্ডা আমার ভালো লাগে। উহ, এই গরমে একটুখানি বরফ দিয়ে যাও গো মেঘ।
আসলে তখন মেঘ আসবে কোত্থেকে। প্রচণ্ড রোদ তখন, অথচ লোলি মেঘের কথা আর বরফের কথাই ভাবে। ভেবে ভেবে নিজের গায়ে শীত অনুভব করে। উহ, বড্ড শীত! আম্মু আমার চাদরটা দিয়ে যাও। শীতে কাঁপছি আমি। স্বপ্নগুলো ওর এই রকম। অদ্ভুত সব স্বপ্ন দেখা তার।
সেদিন বিকেলবেলা। আকাশ থেকে তপ্ত রোদ যেন ফেটে পড়ছে। লোলির মা বাইরে থেকে গরমে ঘেমে ঘেমে বাড়ি ফিরে। বাড়ি এসে দেখে লোলি বারান্দায় বসে কাঁপছে। লোলিতার মা বলে, কিরে লোলি, কাঁপছিস কেন?
(চলবে)


আরো সংবাদ



premium cement