২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ভা র তে র রূ প ক থা স্বপ্নিল মেয়েটি

-

ভারতের রাজস্থানের একটি মরু অঞ্চল। ওই অঞ্চলের কাহিনী এটি। মরুর পাশর্^বর্তী ছোট্ট একটি পাহাড়। পাহাড়ের কোল ঘেঁষে গ্রামটি। সেই গ্রামের ছোট্ট মেয়ে, নাম লোলিতা। সবাই তাকে লোলি বলে ডাকে। মেয়েটি কিন্তু অন্য দশটি মেয়ের মতো নয়। অন্য মেয়েরা সারাক্ষণ দৌড়াদৌড়ি, লাফঝাঁপ, হুড়োহুড়ি করে। আর লোলিতা স্বপ্ন দেখে, শুধু স্বপ্ন দেখে। স্বপ্নগুলো ঘুমিয়ে ঘুমিয়ে দেখে না। লোলি স্বপ্ন দেখে জেগে জেগে। স্বপ্নগুলোও খুবই মজার। অদ্ভুত সব স্বপ্ন। যেমনÑ লোলি তার ঘরের বারান্দায় বসে হয়তো আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ হয়তো পরিষ্কার। খাঁখাঁ করছে রোদে। প্রচণ্ড রোদ। অথচ লোলি আকাশে মেঘ ভেসে যাওয়া দেখছে অথবা মেঘের সাথে কথা বলছে।
লোলি বলছে, মেঘমালা, তোমরা উড়ে উড়ে কোথায় যাও?
মেঘ উত্তর দেয়, উত্তরের পাহাড়ে গো। তুমি যাবে আমাদের সাথে?
লোলি বলে, যাবো, পাহাড়ে বরফকন্যার কাছে নিয়ে যাবে আমায়?
(চলবে)

 


আরো সংবাদ



premium cement