১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সাহেদকে গ্রেফতারের বিষয়ে যা জানালেন র‌্যাব ডিজি

ব্রিফিংয়ে র‌্যাব ডিজি - ছবি : সংগৃহীত

রিজেন্ট গ্রুপের এমডি ও মামলার দুই নং আসামি মো: মাসুদ পারভেজের তথ্যের ভিত্তিতে গ্রুপটির চেয়ারম্যান মো: সাহেদকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আজ বুধবার দুপুর তিনটায় র‌্যাব সদর দফতরে সাহেদকে গ্রেফতারের বিষয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

তিনি জানান, গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। তখন পাওয়া বিভিন্ন অনিয়মের অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। সে মামলায় গত ৮ জুলাই গ্রেফতার করা হয় রিজেন্টের মুখপাত্র তারিক শিবলিকে এবং ১৪ জুলাই গ্রেফতার করা হয় গ্রুপটির এমডি মো: মাসুদ পারভেজকে। তাকে গাজীপুরের কাপাসিয়া থেকে গ্রেফতার করা হয়।

মাসুদ পারভেজের দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকা, কক্সবাজার, সাতক্ষীরা, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। সবশেষ র‌্যাব-৬ সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুমুরপুর এলাকার একটি খাল থেকে তাকে গ্রেফতার করা হয় বুধবার সকাল ৫টার দিকে। তিনি লবঙ্গপাতি নামক সে খাল দিয়ে ভারতে পালিয়ে যাচ্ছিলেন বলে ধারণা করা হয়।

তিনি আরো জানান, সাহেদকে ঢাকায় আনার পর উত্তরায় তার একটি কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ১ লাখ ৪৬ হাজার টাকাল জাল নোট উদ্ধার করা হয়।

র‌্যাব ডিজি জানান, সাহেদের বিরুদ্ধে ৫০-এরও বেশি মামলা রয়েছে।


আরো সংবাদ



premium cement

সকল