২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ঢা‌বি‌'র ৬৩ শিক্ষার্থী‌ আ‌জীবন ব‌হিষ্কা‌র

-

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ফাঁস ও জালিয়াতির দায়ে ৬৩ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানি বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় নয়জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্তও নিয়েছে কমিটি। আগামী সাত দিনের মধ্যে তাদের কারণ দর্শানো নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

এ নিয়ে প্রশ্ন ফাঁস ও জালিয়াতির দায়ে আজীবন বহিস্কৃত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ালো ৭৮ জনে। গত বছর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দীর্ঘ অনুসন্ধানে জালিয়াত চক্রটি ধরা পড়ে।

গত বছর প্রশ্ন ফাঁস মামলায় ১২৫ জনকে আসামি করে চার্জশিট দেয় পুলিশ। অপরাধ তদন্ত বিভাগ -সিআইডি এ ঘটনায় তদন্ত করে।

আসামিদের মধ্যে ৮৭ জনই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জড়িত ১৫ জনকে আগেই আজীবন বহিস্কার করেছিল কর্তৃপক্ষ। বাকিদের কারণ দর্শাতে নোটিশ দেয়া হয়। জবাব সন্তোষজনক না হওয়ায় ৬৩ জনকে স্থায়ী বহিস্কারের সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


আরো সংবাদ



premium cement