২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ক্যাসিনো কারবারি দুই ভাই এনামুল-রুপন গ্রেফতার

ক্যাসিনো কারবারি দুই ভাই এনামুল-রুপন গ্রেফতার - সংগৃহীত

ক্যাসিনো কারবারি দুই ভাই এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয় বলে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো: ফারুক হোসেন জানিয়েছেন। দুপুরে মালিবাগে সিআইডি সদর দফতরে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান তিনি।

গত বছর ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হওয়ার পর এই দুই ভাই আলোচনায় আসেন। শুরু থেকেই তারা পলাতক ছিলেন।

ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের শেয়ার হোল্ডার এনামুল ছিলেন গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি। আর তার ভাই রুপন ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। অবৈধ ক্যাসিনো কারবারে ২১ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা করেছে দুদক।

গত বছরের ২৪ সেপ্টেম্বর এনামুল ও রুপনদের বাসায় এবং তাদের দুই কর্মচারীর বাসায় অভিযান চালায় র‍্যাব। সেখান থেকে পাঁচ কোটি টাকা এবং সাড়ে সাত কেজি সোনা উদ্ধার করা হয়। এরপর সূত্রাপুর ও গেন্ডারিয়া থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়। একাধিকবার অভিযান চালিয়েও এতোদিন তাদের ধরা যায়নি।


আরো সংবাদ



premium cement

সকল