২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কাল হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হবে ঢাবি ছাত্রীকে

এই জায়গায় ধর্ষণ করা হয় ঢাবি'র ওই ছাত্রীকে - সংগৃহীত

চিকিৎসক অনুমতি দিলেই রাজধানীর কুর্মিটোলায় নির্যাতনের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে আগামীকাল বৃহস্পতিবার ছাড়পত্র দেয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেডিক্যালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

ঢাবি শিক্ষার্থীর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো, ক্রমশই হচ্ছে উন্নতি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আখতারুজ্জামান। আজ বুধবার ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন ওই ছাত্রীকে দেখে আসার পর এ তথ্য জানান তিনি।

ভিসি জানান, ধীরে ধীরে মানসিকভাবে শক্ত ও সুস্থ হয়ে উঠছে ওই ছাত্রী।

এসময় ধর্ষকের গ্রেফতারে স্বস্তি প্রকাশ করে তিনি বলেন, ঢাবি প্রশাসন সবসময় ভুক্তভোগীর পাশে আছে।

গত রোববার সন্ধ্যায় বান্ধবীর বাসার যাওয়ার সময় রাজধানীর কুর্মিটোলায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয় ওই ছাত্রীকে।

এ ঘটনায় মজনু মিয়া নামে একজনকে গ্রেফতার করে র‌্যাব। আজ র‌্যাবের মিডিয়া সেন্টারে তাকে নেয়া হয়। সেখানে সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, মজনু একজন সিরিয়াল রেপিস্ট।


আরো সংবাদ



premium cement