২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

উবারের সেই মোটর সাইকেল চালক আটক

- ছবি : সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা হক লাবণ্য (২১) নিহত হওয়ার ঘটনায় তাকে বহনকারী রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের মোটর সাইকেল চালক সুমনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বি‌কে‌লে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিপ্লব কুমার সরকার বলেন, ‘সেই সড়ক দুর্ঘটনার উবারের চালক সুমনও আহত হয়েছিল। কিন্তু তিনি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে পালিয়ে যায়। পরে বৃহস্পতিবার রাত ১টা ২৫ মিনিটে রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউসিংয়ের একটি বাসার ৬ষ্ঠ তলা থেকে তাকে আটক করা হয়। একই সাথে বাসার গ্যারেজ থেকে লাবণ্যকে বহনে ব্যবহৃত মোটর সাইকেলটি উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পর থেকেই সুমনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছিল। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার সময় তিনি ভুল ঠিকানা উল্লেখ করে। উবার চালক হিসেবে রেজিস্ট্রেশনের সময়ও তিনি যে ঠিকানা ব্যবহার করেছে, তাও সঠিক নয়। পাশাপাশি কিস্তিতে মোটর সাইকেলটি কেনার সময় যে ঠিকানা ব্যবহার করেছে, সেটাও সঠিক পাওয়া যায়নি।’

সুমনের জিজ্ঞাসাবাদের তথ্য উল্লেখ করে বিপ্লব কুমার বলেন, ‘লাবণ্য শ্যামলীর ৩নং রোডের ৩১নং বাসার সামনে থেকে সুমনের বাইকে ওঠেন। রাস্তায় যানজট ছিল। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কাছাকাছি পৌঁছামাত্র এক ব্যক্তিকে বাইকের সামনে দৌঁড়ে রাস্তা পার হতে দেখে সুমন বাইকে ব্রেক করে। ফলে লাবণ্য মোটর সাইকেলের ডানদিকে পড়ে যান। এ সময় একটি কার্ভার্ড ভ্যান পেছন দিক থেকে লাবণ্যকে ধাক্কা দিয়ে চলে যায়।’

এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যান চালককে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।


আরো সংবাদ



premium cement
শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩ তীব্র গরমে কী খাবেন আর কী খাবেন না এবার তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১ দাগনভুঞায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির ঘটনায় আ’লীগ নেতাকে শোকজ দখলে থাকা ৪ গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া

সকল