১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

উবারের সেই মোটর সাইকেল চালক আটক

- ছবি : সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা হক লাবণ্য (২১) নিহত হওয়ার ঘটনায় তাকে বহনকারী রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের মোটর সাইকেল চালক সুমনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বি‌কে‌লে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিপ্লব কুমার সরকার বলেন, ‘সেই সড়ক দুর্ঘটনার উবারের চালক সুমনও আহত হয়েছিল। কিন্তু তিনি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে পালিয়ে যায়। পরে বৃহস্পতিবার রাত ১টা ২৫ মিনিটে রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউসিংয়ের একটি বাসার ৬ষ্ঠ তলা থেকে তাকে আটক করা হয়। একই সাথে বাসার গ্যারেজ থেকে লাবণ্যকে বহনে ব্যবহৃত মোটর সাইকেলটি উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পর থেকেই সুমনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছিল। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার সময় তিনি ভুল ঠিকানা উল্লেখ করে। উবার চালক হিসেবে রেজিস্ট্রেশনের সময়ও তিনি যে ঠিকানা ব্যবহার করেছে, তাও সঠিক নয়। পাশাপাশি কিস্তিতে মোটর সাইকেলটি কেনার সময় যে ঠিকানা ব্যবহার করেছে, সেটাও সঠিক পাওয়া যায়নি।’

সুমনের জিজ্ঞাসাবাদের তথ্য উল্লেখ করে বিপ্লব কুমার বলেন, ‘লাবণ্য শ্যামলীর ৩নং রোডের ৩১নং বাসার সামনে থেকে সুমনের বাইকে ওঠেন। রাস্তায় যানজট ছিল। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কাছাকাছি পৌঁছামাত্র এক ব্যক্তিকে বাইকের সামনে দৌঁড়ে রাস্তা পার হতে দেখে সুমন বাইকে ব্রেক করে। ফলে লাবণ্য মোটর সাইকেলের ডানদিকে পড়ে যান। এ সময় একটি কার্ভার্ড ভ্যান পেছন দিক থেকে লাবণ্যকে ধাক্কা দিয়ে চলে যায়।’

এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যান চালককে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।


আরো সংবাদ



premium cement
সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২ বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি ‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’ কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার

সকল