১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

দুই বছরের শিশুকে ধর্ষণ : ধর্ষকের বিরুদ্ধে নিজের মেয়ের চাঞ্চল্যকর তথ্য

দুই বছরের শিশুকে ধর্ষণ - সংগৃহীত

গেণ্ডারিয়ায় দুই বছরের শিশু আয়েশা মনিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এমনটিই ধারণা করছে পুলিশ। এই ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত নাহিদকে গ্রেফতার করা হলেও অসুস্থ থাকার বাহানায় ঘটনার কথা স্বীকার করছে না আসামি। তবে প্রত্যক্ষদর্শী হিসেবে আসামি নাহিদের নিজের মেয়ে পুলিশের কাছে জবানবন্দী দিয়ে ঘটনার বর্ণনা করেছেন। এখন ময়নাতদন্ত রিপোর্টে ধর্ষণ বা হত্যার আলামত পাওয়া গেলে আরো নিশ্চিত হতে পারবে পুলিশ। এরপরই আসামির কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গ্রেফতারকৃত নাহিদ বর্তমানে জেলহাজতে রয়েছে। এ দিকে শিশু আয়েশা ধর্ষণ ও হত্যাকাণ্ডে অভিযুক্ত নাহিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মানববন্ধন করেছে তার পরিবার ও এলাকাবাসী। গতকাল রোববার সিএমএম আদালতের সামনে নাহিদের ফাঁসি চেয়ে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধন করেন তারা। 

মামলার তদন্তকারী কর্মকর্তা গেণ্ডারিয়া থানার এসআই হারুন নয়া দিগন্তকে বলেন, কয়েকজনকেই জিজ্ঞাসাবাদ করা হয়। তবে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায় অভিযুক্ত নাহিদের নিজের ১৪ বছর বয়সী মেয়ে বুশরার কাছ থেকে। তিনি বলেন, বুশরার স্বীকারোক্তি অনুযায়ী ওই দিন বিকেলে তার বাবা নাহিদ নিচে থেকে শিশু মেয়ে আয়েশাকে কোলে করে তাদের তিন তলার বাসায় নিয়ে আসেন। এরপর তাকে নিয়ে বাবার রুমে চলে যান। কিছু সময় পর মেয়েটি মা যাবো মা যাবো বলে কান্নাকাটি শুরু করে। আয়েশার কান্না শুনে বুশরা তার বাবার রুমে ছুটে যায়। সে সময় বাবা নাহিদ তাকে ধমক দিয়ে পাঠিয়ে দেন। এরপর আরো কয়েকবার শিশুটির কান্না শুনেছে বুশরা। কিন্তু বাবার ভয়ে আর ওই রুমের দিকে যায়নি। একপর্যায়ে আর কোনো কান্না শুনতে পাওয়নি বুশরা। কিছু সময় পর বাবা আয়েশাকে কোলে করে রুম থেকে বের হন। এরপর বারান্দার দিকে চলে যান। তারপরই কিছু একটা নিচে পড়ে যাওয়ার শব্দ পায় বুশরা। আর ওই সময়ই প্রতিবেশীরা চিৎকার দিয়ে বলে ‘কার বাচ্চা নিচে পড়ে গেছে’।

নিহত শিশু আয়েশার মামা মামুন নয়া দিগন্তকে বলেন, গেণ্ডারিয়া দ্বীননাথ সেন রোডের সাধনা ঔষধালয় গলির ৮২/সি/২ নম্বর বাড়ির পাশে পরিবার নিয়ে ভাড়া থাকেন আয়েশার বাবা ওয়ার্কশপ শ্রমিক ইদ্রিস আলী। তার চার সন্তানের মধ্যে আয়েশা তৃতীয়। গত ৫ তারিখ শনিবার বিকেল থেকে আয়েশাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার দিকে আশপাশের লোকজন নাহিদের তিনতলা বাড়ির পাশে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেয়ে ছুটে যান। সেখানে গিয়ে তারা দেখেন আয়েশা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তাদের চিৎকারে আয়েশার মা সেখানে ছুটে যান। একপর্যায়ে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে স্থানীয় একটি হসপিটালে নিয়ে যান। কিন্তু ওই হসপিটাল থেকে আয়েশাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। সেখানে নেয়ার পর চিকিৎসকরা দুই বছরের শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

মামুন বলেন, প্রথমে আমাদের ধারণা ছিল আয়েশা খেলতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। যার কারণে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন। কিন্তু হাসপাতালের কয়েকজন চিকিৎসক ও নার্স আয়েশার লাশের ধরন দেখে বলেন ‘ধারণা করা হচ্ছে এটি একটি অসাভাবিক মৃত্যু। এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। আপনারা লাশের ময়নাতদন্ত করে বিষয়টি পুলিশকে জানান’। তাদের কথায় সন্দেহ দেখা দিলে নিহতের বাবা ছুটে যান গেণ্ডারিয়া থানায়। পুলিশকে বিষয়টি খুলে বলেন। এরপরই পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে। তারা ৩-৪ ঘণ্টা ধরে ওই তিনতলা ভবনে নানাভাবে তদন্ত করে। একপর্যায়ে অনেকটাই নিশ্চিত হয় যে এটা পড়ে গিয়ে মৃত্যু নয়। এখানে হত্যাকাণ্ডের আলামত রয়েছে। একপর্যায়ে ওই বাড়ি কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। 

এসআই আরো বলেন, বুশরার দেয়া স্বীকারোক্তি এবং আশপাশের বিভিন্ন আলামত দেখে পুলিশ অনেকটাই নিশ্চিত যে শিশুকে হত্যা করা হয়েছে। তবে আসামি অসুস্থ থাকায় এখনো ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেয়নি। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে এই সপ্তাহের মধ্যে আয়েশার ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া যাবে। ওই রিপোর্ট পাওয়া গেলে তার মৃত্যুর কারণ সম্পর্কে আরো নিশ্চিত হওয়া যাবে।


আরো সংবাদ



premium cement
কৃষক যাতে ন্যায্যমূল্য পান, সেভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ভান্ডারিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ঢল তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু

সকল