২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ফিলিপাইনে টাইফুন ম্যানখুটের আঘাতে নিহত ২৫

-

ফিলিপাইনের কর্মকর্তারা জানিয়েছেন, টাইফুন ম্যানখুটের আঘাতে ২৫ জন নিহত হয়েছে। রাস্তাঘাট এবং টেলিযোগাযোগ বন্ধ হয়ে গেছে। গ্রাম্য এলাকায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

ফিলিপাইনের উর্বর অঞ্চল হিসেবে পরিচিত কাগায়ান প্রদেশে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। কৃষির প্রাণকেন্দ্র এই প্রদেশে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার দিনগত রাত ১টা ৪০ মিনিটে উত্তর-পূর্বাঞ্চলীয় বাগগাওয়ে টাইফুনটি আঘাত হানে। স্থানীয়ভাবে ওমপং নামে পরিচিত ঘূর্ণিঝড়টি পরবর্তী ২০ ঘণ্টা তাণ্ডব চালায়।

টাইফুন ম্যানখুটেকে বলা হচ্ছে চলতি বছরে সবচেয়ে শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়।

এদিকে ফিলিপাইনে তাণ্ডব শেষে ঘূর্ণিঝড়টি এখন হংকং এবং চীনের দিকে ধেয়ে যাচ্ছে।

আজ রোববার সকালে হংকংয়ে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জরি করা হয়েছে।

সূত্র: বিবিসি, সিএনএন।


আরো সংবাদ



premium cement