২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

চা বিক্রেতার কাছে চাঁদা দাবি, ৩ পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা

-

চাঁদা দাবির অভিযোগে ঢাকার ভাটারা থানার ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন এক চা বিক্রেতা । সোমবার ঢাকার সি.এম.এম আদালতে চা বিক্রেতা মাকসুদা বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা হলেন, ভাটারা থানার এস.আই হাসান মাসুদ, কনস্টেবল জাকির (ড্রাইভার), অজ্ঞাতানা আরও এক কনস্টেবল ও এক আনসার সদস্য।

মামলার অভিযোগে বলা হয়-মাকসুদা বেগম বারীধারার জে-ব্লকে ২০নং রোডে চা-সিগারেটের দোকান করেন। গত ৩০ মে আসামিরা বাদির দোকানে গিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। বাদি তা দিতে অস্বীকার করলে আসামীরা দোকানে ভাঙচুর করেন এবং দোকানে থাকা কলা বিস্কুট নষ্ট করে সিগারেট নিয়ে যান। এতে দোকানের প্রায় ছয় হাজার টাকা ক্ষতি হয় বলে উল্লেখ করা হয়।

মামলায় সাক্ষী করা হয়েছে বাবুল ইসলাম রাজু নামে একজন ফটো সাংবাদিককে। মামলায় আরো উল্লেখ করা হয় যে, সাক্ষী তার পেশার পরিচয় দিয়ে দোকানের মালামাল নষ্ট করার কারণ জানতে চাইলে আসামিরা বলেন, চাঁদার ১০ হাজার টাকা না দিলে যারা বাদির পক্ষ নেবেন সবাইকে ধরে নিয়ে মাদকের মামলায় ফাঁসিয়ে দিয়ে ক্রসফায়ার দেওয়া হবে। বাদি অসহায় হয়ে ভাটারা থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ দিতে গেলে তা গ্রহণ না করে বাদিকে হুমকি দিয়ে বলা হয় বেশি বাড়াবাড়ি করলে ইয়াবার মামলা দিয়ে ক্রসফায়ারে দিয়ে দেব।

তাই বাদি সোমবার বাধ্য হয়ে ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন টিপুর আদালতে এ মামলা দায়ের করেন । আদালত বাদিনীর জবানবন্দি রেকর্ড করেন। পরে আদেশ দেওয়ার জন্য রাখেন।

 

 


আরো সংবাদ



premium cement
টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত হলেন উসাইন বোল্ট ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৭ বাংলাদেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা হিট অ্যালার্ট নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা ভান্ডারিয়ায় পিকআপ চাপায় বৃদ্ধ নিহত হোচট খেল লিভারপুল, পিছিয়ে গেল শিরোপা দৌড়ে যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার! ফের পন্থ ঝড়, ঘরের মাঠে গুজরাটকে হারাল দিল্লি ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ আরো বেড়েছে ইউক্রেন যুদ্ধে দুর্নীতি, পুতিনের নির্দেশে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী! 

সকল