২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

কুমিল্লায় ৪ দিনে ‘বন্দুকযুদ্ধে’ ৬ জন নিহত

-

মাদকবিরোধী যৌথ অভিযান চলাকালে কথিত বন্দুকযুদ্ধে গত চার দিনে কুমিল্লায় ছয়জন নিহত হয়েছেন। সর্বশেষ বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিব্ধ হয়ে কামাল হোসেন প্রকাশে ফেন্সি কামাল (৫১) নামের তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত কামাল হোসেন জেলার আদর্শ সদর উপজেলার রাজমঙ্গলপুর গ্রামের হিরন মিয়ার পুত্র। নিহত ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বুড়িচং ও কোতয়ালী মডেল থানায় ১২টির অধিক মাদকের মামলা রয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাত কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজনের নিহতের ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ বাবুল প্রকাশে লম্বা বাবুল (৩৫) এবং সদর দক্ষিণে রাজিব (২৬)। মঙ্গলবার দিবাগত রাতে নুরুল ইসলাম ইছা (৩৫) নামের এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ইছা আদর্শ সদর উপজেলার গাজীপুর গ্রামের আবদুল জলিলের ছেলে। সোমবার দিবাগত রাতে জেলা সদরের বিবিরবাজার অরণ্যপুর এলাকায় গোয়েন্দা (ডিবি) ও থানা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শরীফ ও পিয়ার নামে তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ী নিহত হন। মো: শরীফ জেলার সদর দক্ষিণ উপজেলার মহেষপুর গ্রামের আবদুল মান্নানের পুত্র। নিহত পিয়ার আলী আদর্শ সদর উপজেলার শুভপুর গ্রামের আলী মিয়ার পুত্র।


আরো সংবাদ



premium cement