২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ওয়ানডে সিরিজে আটঘাঁট বেঁধে নামবে জিম্বাবুয়ে

- ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে টেস্টে বড় হারের পর ওয়ানডে সিরিজে আঁটঘাট বেঁধে মাঠে নামবে জিম্বাবুয়ে। এ লক্ষ্যে বড় ধরনের পরিবর্তন এনেছে দলটি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ২০২০ আসরে দুর্দান্ত পারফর্ম করা উইসলে মাদেভেরেকে দলে ভেড়ানো হয়েছে।  

যুব বিশ্বকাপে খুব ভালো করতে পারেনি দলটি। তবে  ব্যাটে-বলে আলো ছড়িয়েছিলেন মাধেভেরে। টুর্নামেন্টে ৬ ম্যাচ খেলে দুই ফিফটিসহ করেছিলেন ১৫৮ রান। আবার অফ স্পিন বোলিংয়ে ২২.২৫ গড়ে নিয়েছেন ৮ উইকেট। সিলেটে ওয়ানডে সিরিজে তাই তাকে রাখা হয়েছে।

সন্তানসম্ভবা স্ত্রীর কারণে ছুটিতে থাকা শন উইলয়ামসও খেলবেন ওয়ানডে সিরিজে। ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন টিনাসে কামুনহুকামে, রিচমন্ড মুতুম্বামিরাও। স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্বেও আনা হয়েছে পরিবর্তন। নেতৃত্বের দায়িত্ব দেয়া হয়েছে চামু চিভাভার কাঁধে।

এর আগে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে ১০৬ রান ‍ও ইনিংস ব্যবধানে হারে জিম্বাবুয়ে এবং দুদিনের প্রস্তুতি ম্যাচে ড্র করে।

একমাত্র টেস্টের পর এবার দলটি পাড়ি জমাবে সিলেটে। সেখানে ১, ২ ও ৬ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। দিবারাত্রির এ ম্যাচগুলোর সব কটিই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুদল। ৯ ও ১০ মার্চ অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।

১৫ সদস্যের জিম্বাবুয়ে দল : চামু চিভাভা (ক্যাপ্টেন), সিকান্দার রাজা, ক্রেইগ অরভিন, টিনাসে কামুনহুকামে, উইসলে মাধেভের, টিমিসেন মারুমা, ক্রিস্টোফার এমপোফু, চার্ল মুম্বা, টিনোটেন্ডা মুতোম্বোজি, রিচমন্ড মুতুম্বাবি (উইকেট কিপার), আইন্সেলে লোভু, ব্রেন্ডন টেলর, ডোনাল্ডো ট্রিপানো, চার্ল্টন শুমা ও উইলিয়ামস।

 


আরো সংবাদ



premium cement