২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

শচীনকে নিয়ে যা বললেন ইনজামাম

-

পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামামুল হক বলেছেন,আমি অীধর আগ্রহে অপেক্ষা করছি কবে এমন কোনো ‍ক্রিকেটার আসবে যে শচীন টেন্ডলকারের রেকর্ড ভাঙবে। মঙ্গলবার তার ইউটিউব চ্যানেলে তিনি এসব কথা বলেন।

শচীনকে নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘শচীন ক্রিকেটের জন্যেই জন্মেছিলেন। আমি বিশ্বাস করি তিনি এবং ক্রিকেট একে অপরের জন্য জন্মেছিলেন।’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ১৬/১৭ বছর বয়সে তার অভিষেক হয়েছিল। সে বয়সেই তিনি অসাধারণ ক্রিকেট খেলেছিলেন। কোনো প্লেয়ারের মধ্যে অস্বাভাবিক মেধা না থাকলে তিনি কখনও এমন পারফর্ম করতে পারবেন না। তিনি ১৬ বছর বয়সেই ওয়কার ইউনুস, ওয়াসিম আকরামের মতো বোলারদের মোকাবেলা করেছেন। শুধু মোকাবেলাই করেননি বরং ভালো খেলেছেন। যে কেউ খেললে সেটা নিয়ে আলোচনা করা খুব সহজ কিন্তু খেলাটা খুব কঠিন।’

শচীন টেন্ডুলকার ২০০ টেস্ট, ৪৬৩ ওয়ানডে ও একটি টেস্টসহ মোট ৬৬৪টি ম্যাচ খেলে করেছেন ৩৪ হাজার ৩৫৭ রান। বিশ্ব ক্রিকেটে তারই একমাত্র রেকর্ড আছে ১০০টি সেঞ্চুরি করার।

এছাড়া শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ২৮ হাজার ১৬ রান করে আছেন তার পরের অবস্থানে। তবে ভারতীয় টেস্ট দলের বর্তমান ক্যাপ্টেন বিরাট কোহলি শচীন টপকে যাওয়ার কিছুটা কাছাকাছি যেতে পেরেছেন। তবে ইনজামাম বলেছেন, শচীনের রেকর্ড কে ভাঙবেন তা দেখার অপেক্ষায় আছেন তিনি। তিনি আরও বলেন, ‘শচীন অনেক শক্তিশালী মনের ক্রিকেটার ছিলেন। শচীন সবসময় চাপের ওপর থাকতেন। আমি শচীনের মতো কারো এতো ভক্ত দেখিনি। সারাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে তার অসংখ্য ভক্ত। এটা প্রতিটি ইনিংসে তার জন্য একটা বাড়তি সৃষ্টি করত।’

সূত্র: ডন

 


আরো সংবাদ



premium cement