২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সেঞ্চুরি উদযাপনের অপেক্ষায় মুশফিক

-

সেঞ্চুরি উদযাপন করতে মাত্র ১ রান প্রয়োজন মুশফিকুর রহিমের। ৯৮তম ওভারেই সেই উদযাপন করার চেষ্টা চালিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। ওভারের চতুর্থ বলে বাউন্ডারি হাঁকিয়ে ৯৯ রান করেছেন। কিন্তু শেষ দুই বলে আর রান নিতে পারেননি। এরপর মধ্যাহ্নের বিরতির সময় হয়ে গেছে। ফলে লম্বা সময়ের অপেক্ষা। ১ রান বাকি রেখে বিরতিতে গেছেন মুশফিক। এসেই অপেক্ষার অবসান ঘটাবেন। আর যদি তা না হয়, তাহলে আফসোসে ডুববেন।

এর আগে সকালে সেঞ্চুরি করেছেন তার সঙ্গী টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক। অধিনায়ক হিসেবে আজ প্রথম শতক করেছেন তিনি। ডোনাল্ড ত্রিপানোর করা ৮৩তম ওভারের তৃতীয় বলটিকে বাউন্ডারিতে পাঠিয়ে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন।

মুমিনুল শেষ টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন ২০১৮ সালের ২২ নভেম্বর চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২০ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

মুমিনুল-মুশফিক জুটি ইতোমধ্যে ১৭৯ রানের পার্টনারশিপ গড়েছেন।

বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৫১ রান।


আরো সংবাদ



premium cement