১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সিরিজ জয় নিশ্চিত করতে চায় ভারত, টিকে থাকার লড়াই নিউজিল্যান্ডের

-

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-২০ ম্যাচেই দাপট দেখিয়েছে সফরকারী ভারত। জয়ের স্বাদ নিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বিরাট কোহলির দল। তাই সিরিজ জয়ের দ্বারপ্রান্তে দাড়িয়ে টিম ইন্ডিয়া। তৃতীয় টি-২০ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে ভারতের। তাই আগামীকাল তৃতীয় টি-২০ জিতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলতে চায় কোহলি-রোহিতরা। অপরদিকে, সিরিজে টিকে থাকতে জয় ছাড়া বিকল্প পথ নেই নিউজিল্যান্ডের। তৃতীয় ম্যাচেই ঘুড়ে দাঁড়াতে মরিয়া কিউইরা।

হ্যামিল্টনে আগামীকাল সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়।

সিরিজের প্রথম দুই ম্যাচ হয়েছিলো অকল্যান্ডে। সিরিজের শুরুটা দুর্দান্ত করার সুযোগ পেয়েছিলো স্বাগতিক নিউজিল্যান্ড। প্রথম টি-২০তে ৫ উইকেট ২০৩ রান করে জয়ের স্বপ্ন বুনেছিলো কেন উইলিয়ামসনের দল। কিন্তু ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন-আপ এক ওভার হাতে রেখেই ২০৪ রানের জয়ের লক্ষ্য স্পর্শ করে ফেলে। ফলে ৬ উইকেটের দুর্দান্ত জয়ে সিরিজে পথচলা শুরু হয় ভারতের।

দ্বিতীয় ম্যাচে বোলারদের পারফরমেন্স, সিরিজে ভারতকে ডাবল লিড এনে দেয়। ভারতীয় বোলারদের নৈপুণ্যে ওই ম্যাচে ৫ উইকেটে মাত্র ১৩২ রান করে নিউজিল্যান্ড। মামুলি এই টার্গেট স্পর্শ করতে মোটেও কষ্ট করতে হয়নি ভারতকে। ১৫ বল বাকি রেখে ৭ উইকেটে জয় তুলে নেয় ভারত।

প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ভারতের পক্ষে উজ্জ্বল ছিলেন ওপেনার লোকেশ রাহুল। দুই ম্যাচেই হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। এছাড়া মিডল-অর্ডারে শ্রেয়াস আইয়ারের ব্যাটও ভারতের জয়ে প্রধান ভূমিকা রাখে। পাশাপাশি বোলারদের পারফরমেন্স ভারতকে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে পৌছে দেয়। তাই তৃতীয় ম্যাচেই সিরিজ জয়ের কাজটা সাড়তে চায় ভারত।
শ্রেয়াস আইয়ার বলেন, ‘সিরিজ জয়ের দ্বারপ্রান্তে আমরা। প্রথম দু’ম্যাচ জিতে পুরো দল চাঙ্গা রয়েছে। তৃতীয় ম্যাচেও জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। দলের সকলের যা ফর্ম, তাতে জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই আমরা। আমাদের লক্ষ্য ছিলো, সিরিজ জয়। তৃতীয় ম্যাচেই সেই সুযোগ হাতের নাগালে। তাই সিরিজ জয়ের কাজটা দ্রæতই সাড়তে চায় দল।’

ব্যাটসম্যানরা নিজেদের কিছুটা মেলে ধরতে পারলেও, নিউজিল্যান্ডের বোলাররা দু’ম্যাচেই ছিলো ফ্লপ। প্রথম ম্যাচে ২০৩ রানের পুঁজি পেয়ে ভারতের ব্যাটিং লাইন-আপকে রুখতে পারেনি কিউই বোলাররা। পাশাপাশি ফিল্ডাররাও নিজেদের সেরাটা দিতে ব্যর্থ হয়েছে। তাই সিরিজ বাঁচাতে তিন বিভাগে ভালো খেলে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে নিউজিল্যান্ড, এমনটাই বললেন দলের ওপেনার কলিন মুনরো।

তিনি বলেন, ‘সিরিজ নিয়েই আমরা এখন বেশি চিন্তিত। তৃতীয় ম্যাচ হারলেই সিরিজ হারের লজ্জায় পড়তে হবে আমাদের। ভারতের মত দলকে হারাতে তিন বিভাগে এক সাথে জ্বলে উঠতে হবে। সিরিজ বাঁচাতে হলে হ্যামিল্টনে জয় পেতেই হবে দলকে। এছাড়া আর কোন উপায় নেই। তাই জয়ের জন্যই মাঠে নামবো আমরা।’

ভারত দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, সঞ্জু স্যামসন, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডিয়া, ঋসভ পান্থ (উইকেটরক্ষক), শিবাম দুবে, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্রা চাহাল, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, নবদ্বীপ সাইনি, রবীন্দ্র জাদেজা ও শারদুল ঠাকুর।

নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), হামিশ বেনেট, টম ব্রস, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, স্কট কুগিলিজেন, ড্যারিল মিচেল, কলিন মুনরো, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, ইশ সোধি, টিম সাউদি, রস টেইলর ও বেয়ার টিকনার।


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল