১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

সিরিজে ডাবল লিড নিলো ভারত

- ছবি : সংগৃহীত

বোলার-ব্যাটসম্যানদের নৈপুণ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে ডাবল লিড নিলো সফরকারী ভারত। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ডকে। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

অকল্যান্ডে সমতা ফেরানোর ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে নিউজিল্যান্ড। ব্যাট হাতে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার মার্টিন গাপটিল ও কলিন মুনরো। পাওয়ার প্লেতে ৪৮ রান যোগ করেন তারা। তবে ষষ্ঠ ওভারের শেষ বলে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটিতে ভাঙ্গন ধরান ভারতের পেসার শারদুল ঠাকুর। ২০ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৩ রান করা গাপটিলকে বিদায় দেন ঠাকুর।

মুনরোকে বড় ইনিংস খেলতে দেননি ভারতের পেস অলরাউন্ডার শিবম দুবে। অধিনায়ক বিরাট কোহলির দুর্দান্ত ক্যাচে ব্যক্তিগত ২৬ রানে আউট হন মুনরো। ২৫ বলের ইনিংসে ২টি চার ও ১টি ছক্কা হাকান মুনরো।

দলীয় ৬৮ রানের মধ্যে দুই ওপেনারকে ফিরিয়ে নিউজিল্যান্ডের রানের চাকা টেনে ধরেন ভারতের স্পিনার রবীন্দ্র জাদেজা। মিডল-অর্ডারে কিউইদের দুই ভরসা অধিনায়ক কেন উইলিয়ামসন ও কলিন ডি গ্র্যান্ডহোমকে দ্রুতই বিদায় দেন জাদেজা। উইলিয়ামসন ১৪ ও গ্র্যান্ডহোম ৩ রান করে আউট হলে ৮১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড।

এ অবস্থা থেকে দলকে চাপমুক্ত করার চেষ্টা করেন অভিজ্ঞ রস টেইলর ও উইকেটরক্ষক টিম সেইফার্ট। কিন্তু শেষ ৭ ওভারে ভারতীয় বোলারদের বুদ্ধিদীপ্ত বোলিং-এর সামনে দ্রুত রান তুলতে পারেননি টেইলর ও সেইফার্ট। পঞ্চম উইকেটে ৪৩ বল মোকাবেলা করে ৪৪ রান যোগ করেন দু’জনে। ২৪ বলে কোন বাউন্ডডারি, ওভার বাউন্ডারি ছাড়া ১৮ রানের ছোট ইনিংস খেলেন টেইলর। তবে ১টি চার ও ২টি ছক্কায় ২৬ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন সেইফার্ট। ফলে ২০ ওভারে ৫ উইকেটে ১৩২ রানের মামুলি সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ভারতের জাদেজা ২টি, দুবে-বুমরাহ-ঠাকুর ১টি করে উইকেট নেন।

প্রথম ম্যাচে ২০৪ রানের টার্গেট স্পর্শ করেছিলো ভারত। আজ জয়ের জন্য ১৩৩ রানের লক্ষ্যমাত্রা পায় টিম ইন্ডিয়া। প্রথম ওভারে ২টি বাউন্ডারিতে ভালো শুরু করেছিলেন ওপেনার রোহিত শর্মা। কিন্তু ঐ ওভারের শেষ বলে প্যাভিলিয়নে ফিরেন ৮ রান করা শর্মা।

এরপর ২৬ বলে ৩১ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন ভারতের আরেক ওপেনার লোকেশ রাহুল ও অধিনায়ক কোহলি। ১২ বলে ১১ রান করে বিদায় নেন ভারত দলপতি। ৩৯ রানে দ্বিতীয় উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ভারত।

কিন্তু এ অবস্থাতে কোন ঝুঁকি না নিয়ে বলের সাথে পাল্লা দিয়ে ওয়ানডে স্টাইলে খেলতে থাকেন রাহুল ও আগের ম্যাচের হিরো শ্রেয়াস আইয়ার। যার সুবাদে ১৪ ওভার শেষে ভারতের রান ছিলো ২ উইকেটে ৮৭। আস্কিং রান রেট সাড়ে সাত অতিক্রম করে। তবে ১৫তম ওভার থেকে মারমুখী হন রাহুল ও আইয়ার। আর এ ওভারেই পরপর দু’বলে ছক্কা-চার মেরে ৪৩ বলে ১১তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রাহুল। ওভার থেকে ১৬ রান সংগ্রহ পায় ভারত।

পরের ওভারে আক্রমনাত্মক হন আইয়ার। একটি করে চার-ছক্কায় ভারতকে ১৪ রান দেন আইয়ার ও রাহুল। ১৭তম ওভারে ১টি ছক্কা মারার পর আউট হন আইয়ার। স্পিনার ইশ সোধির বলে আউট হওযার আগে ১টি চার ও ৩টি ছক্কায় ৩৩ বলে ৪৪ রান করেন আইয়ার। রাহুলের সাথে তৃতীয় উইকেটে ৬৭ বলে ৮৬ রান যোগ করেন আইয়ার।

আইয়ার যখন ফিরেন তখন জয়ের জন্য ভারতের প্রয়োজন ২১ বলে ৮ রান। রাহুলের সাথে দলের বাকী প্রয়োজন মিটিয়েছেন দুবে। ওভার লং-অন দিয়ে ফ্লাট ছক্কা মেরে ১৫ বল বাকী থাকতেই ভারতের জয় নিশ্চিত করেন দুবে। ৫০ বলে ৩টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৫৭ রান করেন রাহুল। ৪ বলে ৮ রান নিয়ে অপরাজিত থাকেন দুবে। নিউজিল্যান্ডের সাউদি ২টি উইকেট নেন। প্রথম ম্যাচে ৫৬ রানের পর আজও দলের জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হয়েছেন ভারতের রাহুল।

আগামী ২৯ জানুয়ারি হ্যামিল্টনে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় টি-২০।


আরো সংবাদ



premium cement