১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

লাহোরে বাংলাদেশ খেলবে দিনে, দেখে নিন টি-টোয়েন্টির সূচী

লাহোরে বাংলাদেশ খেলবে দিনে, দেখে নিন সূচী - ছবি : সংগৃহীত

পাকিস্তান সফরের জন্য নির্বাচকরা বাংলাদেশ দল ঘোষণা করেছেন রাতের ফ্লাডলাইটের আলো মাথায় রেখে। এ কারণেই তিন ম্যাচ সিরিজের টি-টিয়েন্টির জন্য দলে রাখা হয়েছে পাঁচ পেসার। কিন্তু মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, রাতে কোনো টি-টোয়েন্টি ম্যাচ নেই, সিরিজের সবগুলো খেলা হবে দিনের আলোয়।

বিসিবি মিডিয়া বিভাগ জানিয়েছে, লাহোরে টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় বেলা দুইটায় (বাংলাদেশ সময় বেলা তিনটা)। বিসিবির আরেকটি সূত্রে জানা গেল, সিরিজটা দিবারাত্রিই করতে চেয়েছিল পিসিবি। ঠিক কী কারণে দিবারাত্রি না করে শুধু দিনে আয়োজন করা হচ্ছে সিরিজ, সেটি পিসিবি না জানালেও এই সূচিতে বাংলাদেশ দলের খুশিই হওয়ার কথা।

রাতে লাহোরের তাপমাত্রা নাকি নেমে আসছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। কখনো কখনো সেটি অনুভব হয় ৬-৭ ডিগ্রির মতো। তীব্র শীত, কুয়াশা-শিশিরে স্পিনারদের খুব বেশি করার কিছু থাকবে না বরং পেসাররা ভালো করতে পেরে ভেবে পেস বোলিং আক্রমণে বেশি জোর দিয়েছেন বিসিবির নির্বাচকেরা। এখন যেহেতু দিনে খেলা, রাতের কঠিন কন্ডিশন নিয়ে খুব একটা চিন্তা করতে হচ্ছে না বাংলাদেশ দলকে।

উইকেট-কন্ডিশন নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ বলছিলেন, ‘আগেও পাকিস্তানে দুবার গিয়েছি। ২০০৮ সালে গিয়েছিলাম। তবে এবার অভিজ্ঞতায় অনেক পার্থক্য থাকবে। যেহেতু এর আগেও আমাদের বেশ কয়েকজন ক্রিকেটার পাকিস্তানে খেলেছে। আর খেলা উপমহাদেশে, কিছুটা হলেও ধারণা আছে সেখানকার উইকেট কেমন হতে পারে। আমরা আশা করি, ব্যাটসম্যানরা ভালো উইকেট পাব। এখানে ব্যাটসম্যানদের দায়িত্ব বেশি থাকবে।’

বাংলাদেশের বহুল আলোচিত পাকিস্তান সফর শুরু হচ্ছে কাল। শুরুতে দোহা হয়ে যাওয়ার চিন্তা থাকলেও বিসিবি পরে সিদ্ধান্ত বদলেছে। ঢাকা থেকে কাল ভাড়া করা বিমানে মাহমুদউল্লাহরা রওনা দেবেন রাত আটটায়। স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে লাহোরে পৌঁছাবে বাংলাদেশ।

টি-টোয়েন্টি সিরিজের সূচি
২৪ জানুয়ারি: প্রথম টি-টোয়েন্টি
২৫ জানুয়ারি: দ্বিতীয় টি-টোয়েন্টি
২৭ জানুয়ারি: তৃতীয় টি-টোয়েন্টি


আরো সংবাদ



premium cement
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা চরফ্যাশনে স্কুল শিক্ষিকাকে কোপানো মামলার আসামি গ্রেফতার ফরিদপুরে মাইক্রোবাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ভেটো ছাড়াই ফিলিস্তিনের জাতিসঙ্ঘ সদস্যপদ ঠেকানোর চেষ্টায় যুক্তরাষ্ট্র সখীপুরে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভারী বৃষ্টিতে দুবাই বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা, দুর্বিসহ অবস্থা বেসিক ব্যাংক একীভূত করার প্রক্রিয়া বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভরিতে ২০৬৫ টাকা বেড়ে স্বর্ণের দামে নতুন রেকর্ড ইরানি জবাব নিয়ে ভুল হিসাব করেছিল ইসরাইল! কূটনীতিতে বাইডেনবিরোধী হতে চান ট্রাম্প পেনাল্টিতে সাফল্য রিয়ালের জয়ের মানসিকতার প্রমাণ

সকল