২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত জয়

স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশের যুবারা - ফাইল ছবি

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে আজকের এ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড। বাংলাদেশের বোলারদের আক্রমণাত্মক বোলিংয়ের মুখে শুরু থেকেই কোণঠাসা হয়ে পড়ে স্কটিশরা। তাদের মিডল অর্ডারে এসে হানা দেন রাকিবুল হাসান। করেন দুর্দান্ত এক হ্যাটট্রিক।

২৫তম ওভারে বল করতে এসে ১৭ বছর বয়সী বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার রাকিবুল তৃতীয় বল থেকে পঞ্চম- এই তিন বলে টানা তুলে নেন কেস সাজ্জাদ, লিলে রবার্টসন এবং চার্লি পিটকে। শেষ পর্যন্ত ৫.৩ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট নেন রাকিবুল হাসান।

এছাড়া দুটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও তানজিম হাসান শাকিব। একটি করে নেন শামিম হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

স্কটল্যান্ড ব্যাট করতে পেরেছে মাত্র ৩০.৩ ওভার। তাদের মোট সংগ্রহ ছিল ৮৯ রান।

৯০ রানের জয়ে লক্ষে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন মাহমুদুল হাসান জয় (৩৫*)। এছাড়া পারভেজ হোসেন ইমন (২৫), শামীম হোসাইন (১০) ও তৌহিদ হৃদয় করেন (১৭*)।

স্কটল্যান্ডের হয়ে ফিসার কিয়ং একাই নেন উইকেট তিনটি।


আরো সংবাদ



premium cement