২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

রাকিবুলের দুর্দান্ত হ্যাটট্রিক : স্কটল্যান্ডকে ৮৯ রানে আটকে দিল বাংলাদেশ

স্কটল্যান্ডকে ৮৯ রানে আটকে দিলো বাংলাদেশ - ফাইল ছবি

রাকিবুল হাসানের দুর্দান্ত হ্যাটট্রিকে বাংলাদেশের কাছে ৮৯ রানে অলআউট হয়ে গেছে স্কটল্যান্ড। স্কটল্যান্ড ব্যাট করতে পেরেছে মাত্র ৩০.৩ ওভার।

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড। বাংলাদেশের বোলারদের আক্রমণাত্মক বোলিংয়ের মুখে শুরু থেকেই কোণঠাসা হয়ে পড়ে স্কটিশরা। তাদের মিডল অর্ডারে এসে হানা দেন রাকিবুল হাসান।

২৫তম ওভারে বল করতে এসে ১৭ বছর বয়সী বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার রাকিবুল তৃতীয় বল থেকে পঞ্চম- এই তিন বলে টানা তুলে নেন কেস সাজ্জাদ, লিলে রবার্টসন এবং চার্লি পিটকে। শেষ পর্যন্ত ৫.৩ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট নেন রাকিবুল হাসান।

এছাড়া দুটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও তানজিম হাসান শাকিব। একটি করে নেন শামিম হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ ওভারে ২ উইকেটের বিনিময়ে বাংলাদেশ করেছে ১৮ রান।


আরো সংবাদ



premium cement