২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বাংলাদেশের বিপক্ষে আমির-ওয়াহাবকে বাদ দেয়ায় ইনজামামের উদ্বেগ

বাংলাদেশের বিপক্ষে আমির-ওয়াহাবকে বাদ দেয়ায় উদ্বেগ জানিয়েছেন ইনজামাম-উল-হক - ছবি : সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে পেসার ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আমিরকে বাদ দেয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক।

ইনজামাম তার ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে বলেছেন, ‘ওয়াহাব ও আমিরকে বাদ দেয়া উচিত হয়নি। কারণ তারা দু’জনই দলের অভিজ্ঞ বোলার। সংক্ষিপ্ত ক্রিকেটে তাদের বোলিং আরো ভালো।’

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেন, ‘টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার কারণে যদি তাদের বাদ দেয়া হয়; তবে এটি সঠিক সময় নয়। কারণ দু'জনই সিনিয়র, ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই তাদের বিষয়টি মাথায় রাখা উচিত ছিলো নির্বাচকদের।’

সংক্ষিপ্ত ফরম্যাটের দলে এতগুলো পরিবর্তন নিয়েও সন্তুষ্ট নন ‘বিগম্যান’। তিনি মনে করেন, সিনিয়র ও জুনিয়র খেলোয়াড়দের সমন্বয়ে করে দল গঠন করা উচিত। ইনজামাম বলেন, ‘আমি বিশ্বাস করি যে সিনিয়র ও তরুণ খেলোয়াড়ের মিশ্রণ হওয়া উচিত এবং যৌথভাবে সাত থেকে আটটি পরিবর্তন করা দলের পারফরম্যান্সকে প্রভাবিত করবে।’

ওপেনার ফখর জামানকে নিয়েও কথা বলেছেন তিনি। তার মতে, ‘তিনটি ফরম্যাটে অন্য ব্যাটসম্যানের তুলনায় ফখর বিপজ্জনক। আমি জানি তার পারফরম্যান্স আগের ম্যাচগুলোতে ভালো ছিল না, তবে মনে রাখতে হবে যে, তার খেলার ধরণটি আলাদা। তাই তাকে অবশ্যই দলে সুযোগ দেয়া উচিত ছিল।’

তিনি শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজকে আনার সিদ্ধান্তের প্রশংসা করেছেন এবং ঘরোয়া সার্কিটের পারফরম্যান্সের কারণে টি-টোয়েন্টিতে তিনজন খেলোয়াড় আহসান আলী, আমাদ বাট ও হারিস রউফকেও সমর্থন করেছেন।

উল্লেখ্য, ২৪ জানুয়ারি থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।

সূত্র : এআরওয়াই স্পোর্টস


আরো সংবাদ



premium cement