২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

লজ্জাজনক হারের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় ভারতের

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছে ভারত - ছবি : সংগৃহীত

প্রথম ওয়ানডেতে আড়াই শ’র মতো পুঁজি নিয়ে ১০ উইকেটে হারের লজ্জা পাওয়ার পর আজ রাজকোটে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। ৩৬ রানে জয় পেয়েছেন কোহলিরা।

শিখর ধাওয়ান, বিরাট কোহলি ও লোকেশ রাহুলের ঝড়ো ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করায় ভারত। ৬ উইকেটের বিনিময়ে ৩৪০ রান করতে সক্ষম হন তারা।

টস হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে ভারত। রোহিত শর্মা আর শিখর ধাওয়ান উদ্বোধনী জুটিই দলকে এনে দেন ৮১ রান।

দ্বিতীয় উইকেটে আরো একটি বড় জুটি। এবার বিরাট কোহলিকে সাথে নিয়ে ধাওয়ান করেন ১০৩ রান।

তৃতীয় বড় জুটি ছিল লোকেশ রাহুল ও কোহলির। এ জুটিতে আসে ৭৮ রান।

ব্যক্তিগতভাবে শিখর ধাওয়ান করেন ৯৬, বিরাট কোহলি ৭৮, লোকেশ রাহুল ৮০ ও রোহিত শর্মা করেন ৪২ রান।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল অ্যাডাম জাম্পা। ৫০ রান খরচায় তিনি নিয়েছেন ৩টি উইকেট। ২টি উইকেট কেন রিচার্ডসনের।

৩৪১ রানের জয়ের লক্ষে খেলতে নেমে সবকটি উইকেট হারিয়ে ৩০৪ রান সংগ্রহ করতে পারে অস্ট্রেলিয়া। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, স্টিভেন স্মিথের ৯৮। এছাড়া আছে, মাংগুস লাবুসচ্যাঞ্জ ৪৬, আরন ফিন্সের ৩৩, এস্টন আগারের ২৫, কেন রিচার্ডসন অপরাজিত আছেন ২৪ রান নিয়ে।

ভারতের পক্ষে উইকেটগুলো নেন- মোহাম্মদ শামি (৩), নবদ্বীপ সাইন (২), রবিন্দ্র জাদেজা (২) ও কুলদ্বীপ যাদব (২) ও জসপ্রিত বুমরাহ (১)।

দুই দলের দুই জয়ে তিন ম্যাচ সিরিজে এখন সমতা তৈরি হলো।


আরো সংবাদ



premium cement

সকল