২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের বড় সংগ্রহ

শিখর ধাওয়ানের ব্যাটে ছিল ১৩টি ৪ ও ১টি ছক্কার মার - ছবি : সংগৃহীত

শিখর ধাওয়ান, বিরাট কোহলি ও লোকেশ রাহুলের ব্যাটে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত। ৬ উইকেটের বিনিময়ে ৩৪০ রান করতে সক্ষম হয়েছেন তারা।

প্রথম ওয়ানডেতে আড়াই শ’র মতো পুঁজি নিয়ে ১০ উইকেটে হারের লজ্জা পাওয়ার পর আজ রাজকোটে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা।

টস হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে ভারত। রোহিত শর্মা আর শিখর ধাওয়ান উদ্বোধনী জুটিই দলকে এনে দেন ৮১ রান।

দ্বিতীয় উইকেটে আরো একটি বড় জুটি। এবার বিরাট কোহলিকে সাথে নিয়ে ধাওয়ান করেন ১০৩ রান।

তৃতীয় বড় জুটি ছিল লোকেশ রাহুল ও কোহলির। এ জুটিতে আসে ৭৮ রান।

ব্যক্তিগতভাবে শিখর ধাওয়ান করেন ৯৬, বিরাট কোহলি ৭৮, লোকেশ রাহুল ৮০ ও রোহিত শর্মা করেন ৪২ রান।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল অ্যাডাম জাম্পা। ৫০ রান খরচায় তিনি নিয়েছেন ৩টি উইকেট। ২টি উইকেট কেন রিচার্ডসনের।


আরো সংবাদ



premium cement