২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বিসিবি চাইলে অধিনায়কত্ব ছাড়বেন মাশরাফি

-

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সোমবার বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইলে তিনি অধিনায়কত্ব ছেড়ে দেবেন।

সর্বশেষ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে অনুষ্ঠিত ২০১৯ সালের বিশ্বকাপে ম্যাচ খেলেছেন মাশরাফি। এরপর রাজনীতি নিয়ে ব্যস্ত সময় পার করেন। গত মাসে বিপিএল শুরু হলে আবারও খেলায় ফেরেন এ ডানহাতি পেসার।

ঢাকা প্লাটুনের হয়ে সোমবার খেলা শেষ ম্যাচ পরে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন, ‘বোর্ড চাইলে যেকোনো সময় আমি অধিনায়কত্ব ছাড়তে প্রস্তুত।’

জাতীয় দলে তার ভবিষ্যৎ কী সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি এর আগেই বিষয়টি পরিষ্কার করেছি যে নির্বাচকদের পরিকল্পনা অনুযায়ী আমি কাজ করব।’

কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্তের পরই মাশরাফির অবসরের বিষয়টি আলোচনায় আসে। বিসিবি সভাপতি নাজমুল হাসান রোববার বলেন, মাশরাফি চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এবং তিনি চান তার স্থলে নতুন কেউ আসুক।

‘আমরা তিন বছর পর পরবর্তী বিশ্বকাপ খেলবো। আমি মনে করি একজন নতুন খেলোয়াড়কে চুক্তিতে নেয়া উচিত, যাতে সে নিজের দায়িত্বটা বুঝে এবং সে অনুযায়ী চলে,’ বলেন মাশরাফি।

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যৎ শেষ হয়ে এলেও মাশরাফি ঢাকা লিগ, বিপিএল এবং অন্যান্য ঘরোয় লিগে খেলা চালিয়ে যেতে সংকল্পবদ্ধ।

‘বিপিএলে অন্তত ৮০ জন ক্রিকেটার খেলছে। আপনি কি মনে করেন যে তাদের সবাই জাতীয় দলকে টার্গেট করে খেলছে-আমি মনে করি না। আমি এখনও খেলা উপভোগ করছি এবং ঘরোয় ক্রিকেটে খেলা চালিয়ে যেতে চাই,’ যোগ করেন তিনি।

আন্তর্জাতিক ম্যাচে ম্যাচ ফি বাড়ানোয় বোর্ডের প্রশংসা করেন মাশরাফি। নতুন বেতন অনুযায়ী-একজন ক্রিকেটার আন্তর্জাতিক টি২০ ম্যাচ প্রতি ২ লাখ টাকা, ওয়ানডে ম্যাচের জন্য ৩ লাখ এবং টেস্ট ম্যাচ প্রতি ছয় লাখ টাকা করে পাবেন।

সূত্র : ইউএনবি

‘এটা খুবই ভালো সিদ্ধান্ত। ক্রিকেটাররা একটা ভালো এমাউন্ট পাবে। আমি মনে করি এটা তাদের দায়িত্ব বাড়াবে,’ বলেন মাশরাফি।


আরো সংবাদ



premium cement
ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৭ বাংলাদেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা হিট অ্যালার্ট নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা ভান্ডারিয়ায় পিকআপ চাপায় বৃদ্ধ নিহত হোচট খেল লিভারপুল, পিছিয়ে গেল শিরোপা দৌড়ে যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার! ফের পন্থ ঝড়, ঘরের মাঠে গুজরাটকে হারাল দিল্লি ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ আরো বেড়েছে ইউক্রেন যুদ্ধে দুর্নীতি, পুতিনের নির্দেশে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী!  আমেরিকানরা কি ধর্ম থেকে সরে যাচ্ছে?

সকল