২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

হোপ-হেটমায়ারের ব্যাটিং তাণ্ডবে উড়ে গেল ভারত

- ছবি : এএফপি

শিমরন হেটমায়ার ও শাই হোপের ব্যাটিং তাণ্ডবে ব্যাটিংয়ে ভারতকে উড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে ক্যারিবিয়ানরা। হেটমায়ারের ১৩৯ ও হোপের ১০২  দুর্দান্ত সেঞ্চুরিতে ভারতের দেয়া ২৮৮ রানের লক্ষ্য অনায়াসে পাড়ি দেয় সফরকারীরা।

রোববার চেন্নাই এম. এ. চিদাম্বরাম স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শ্রেয়াস আয়ার ও ঋষভ পান্তের অর্ধশতকের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৭ রান সংগ্রহ করে ভারত।

রোহিত শার্মা ৩৬, লোকেশ রাহুল ৬ ও বিরাট কোহলি ৪ রানে ফিরে গেলে আয়ার ও পান্ত দলের হাল ধরেন। দুজনে তুলে নেন ফিফটি। ৭০ এর ঘরে গিয়ে দুজনে ফেরেন পর পর।  আয়ার ৭০ ও পান্ত করেন ৭১ রান। শেষ দিকে কেদার যাদরে ৪০ ও রবিন্দ্র জাদেজার ২১ রানের ওপর ভর করে ২৮৭ রানের বড় স্কোর দাঁড় কারায় বিরাট কোহলির দল।

ক্যারিবিয় বোলারদের মধ্যে শেলডন কট্রেল, কেমো পল ও আলজারি জোসেফ প্রত্যেকে ২টি করে উইকেট শিকার করেন।

২৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই সুনিল অ্যামব্রোসের উইকেট হারায় ক্যারিবিয়রা। ৯ রান করে ফেরেন অ্যামব্রোস। দ্বিতীয় উইকেটে শাই হোপ ও শিরন হেটমায়ারের ২১৯ রানের জুটি অনেকটাই ওয়েস্ট ইন্ডিজের জয় সহজ করে দেয়। দলীয় ২২৯ রানের মাথায় হেটমায়ারকে ফেরান মোহাম্মদ শামি। ১০৬ বলে ১৩৯ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন হেটমায়ার। ৭ ছক্কা ও ১১ চারে ইনিংসটি সাজান এই হার্ড হিটার।

ম্যাচের মাঝপথে পায়ের রগ টান পড়ায় সিঙ্গেল খুলতে ভুগতে হয়েছে হোপকে। তবে একপ্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন এই ওপেনার। মন্থর ব্যাটিং করে হোপ করেন ১৫১ বলে ১০২ রান। নিকোলাস পুরানের ব্যাট থেকে আসে ২৩ বলে ২৯ রান। আর তাতে ১৩ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

ভারতীয় বোলারদের মধ্যে মোহাম্মদ শামি ও দীপক চাহার একটি করে উইকেট শিকার করেন।


আরো সংবাদ



premium cement
এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ

সকল