২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বাবর-আবিদের সেঞ্চুরিতে ড্র পাকিস্তান-শ্রীলঙ্কা টেস্ট

- ছবি : এএফপি

বাবর আজম ও আবিদ আলির অপরাজিত সেঞ্চুরিতে ১০ বছর পর ঘরের মাঠে ফেরা টেস্ট ম্যাচটি সহজেই ড্র করলো পাকিস্তান। বৃষ্টির কারণে আড়াই দিন কোনরকম মাঠে গড়ায় খেলা। আর আড়াই দিন বৃষ্টি কেড়ে নেয়।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ধনাঞ্জয়া ডি সিলভার সেঞ্চুরি ও দিমুথ করুনারত্নের অর্ধশতকে প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৩০৮ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা।

শেষদিন ব্যাট করতে নেমে বাবর আজমের (১০২), আবিদ আলির (১০৯) ও আজহার আলির (৩৬) রানের সুবাদে দুই উইকেট হারিয়ে ৭০ ওভারে ২৫২ রান করতে সক্ষম হয় পাকিস্তান। দিন শেষ হযে যাওয়াতে আর এগোনো সম্ভব হয়নি। ফলে ম্যাচটি ড্র’তেই শেষ হতে বাধ্য হয়।

এর আগে ধনাঞ্জয়া ডি সিলভা (১০২), দিমুথ করুনারত্নে (৫৯), ওশাদা ফার্নান্দো (৪০), ডিকওয়েলা (৩৩) ও অঞ্জেলো ম্যাথুসের (৩১) রানের ৬ উইকেট হারিয়ে ৩০৮ রান করে ইনিংস করে ঘোষণা করে শ্রীলঙ্কা।

 

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি ড্র হওয়াতে ১৯ ডিসেম্বর করাচিতে শেষ টেস্টে জয়ের জন্য মুখোমুখি হবে দু’দল।


আরো সংবাদ



premium cement