১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

কাউকে জোর করে পাকিস্তানে পাঠানো হবে না : বিসিবি সভাপতি

নাজমুল হাসান পাপন - ফাইল ছবি

পাকিস্তান সফরে যদি ক্রিকেটাররা যেতে রাজি না হয়, তবে পাকিস্তানে পাঠানোর জন্য কারো ওপর জোর করা হবে না বলে জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

অক্টোবরে বাংলাদেশের দুটি দল গিয়েছিল পাকিস্তান সফরে, মেয়েদের জাতীয় আর ছেলেদের অনূর্ধ্ব-১৬ দল। আগামী মাসে দুটি টেস্ট আর তিনটি টি-টোয়েন্টি খেলতে তামিম-মুশফিকদেরও পাকিস্তানে যাওয়ার কথা। যদিও আগের দুই দলের মতো এটাও নির্ভর করছে নিরাপত্তা পর্যবেক্ষকদের রিপোর্টের ওপর।

শনিবার বিসিবি প্রধান সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘পাকিস্তানে কাউকে জোর করে পাঠানো হবে না। সেখানে যেতে কারও ওপর জোর করার প্রশ্নই ওঠে না। মূল দল যাবে নাকি বিকল্প দল, সেটা নিয়ে এখনই বলার কিছু নেই। সবকিছু পরিস্থিতির ওপর নির্ভর করবে।’

তিনি আরও বলেছেন, ‘আমরা সিকিউরিটির ব্যাপারে সরকারের কাছে আবেদন করেছিলাম। সেই আবেদনের উত্তর এখনও পাইনি। তবে অনূর্ধ্ব-১২ দল হোক বা জাতীয় দল, সবার জন্য একই নিরাপত্তা থাকার কথা।’

বিসিবি এখন সরকারের সবুজ সঙ্কেতের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন নাজমুল, ‘সিকিউরিটি ক্লিয়ারেন্স পাওয়ার পর খেলোয়াড়দের মতামত নিতে হবে, তারপর বোর্ডের সিদ্ধান্ত। আশা করি, চার-পাঁচ দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো। আপাতত অপেক্ষা ছাড়া আর কিছু করার নেই।’

 


আরো সংবাদ



premium cement