১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

পাকিস্তানে টেস্ট ফেরার ম্যাচে বৈরি আবহাওয়ার দাপট চলছেই

ধনঞ্জয়া ডি সিলভা ১১টি চারে ১৩১ বলে ৭২ - ছবি : এএফপি

পাকিস্তানের টেস্ট ফেরার ম্যাচে দাপট দেখিয়েই চলেছে বৈরি আবহাওয়া। রাওয়ালপিন্ডিতে সফরকারী শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে দীর্ঘ ১০ বছর পর টেস্ট ক্রিকেট ফিরে পাকিস্তানের মাটিতে। প্রথম দিন আলো স্বল্পতার কারণে ৬৮ দশমিক ১ ওভার খেলা হয়। দ্বিতীয় দিন আলোক স্বল্পতা ও বৃষ্টির কারণে খেলা হয় ১১০ বল। আজ তৃতীয় দিনেও আলোক স্বল্পতা ও বৃষ্টির কারণে খেলা হলো মাত্র ৩২ বল। তৃতীয় দিন শেষে ৯১ দশমিক ৫ ওভারে ৬ উইকেটে ২৮২ করেছে শ্রীলংকা।

প্রথম দিন শেষে শ্রীলংকার রান ছিলো ৫ উইকেটে ২০২। দ্বিতীয় দিন শেষে ছিলো ৬ উইকেটে ২৬৩ রান। গতকাল শেষে ধনঞ্জয়া ডি সিলভা ১১টি চারে ১৩১ বলে ৭২ ও পেরেরা ২ রানে অপরাজিত ছিলেন। আজ যতক্ষণ খেলা হয়েছে, তাতে ডি সিলভা ৮৭ ও পেরেরা ৬ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন। পাকিস্তানের আফ্রিদি-নাসিম ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলংকা : ২৮২/৬, ৯১.৫ ওভার (ডি সিলভা ৮৭*, করুনারত্নে ৫৯, আফ্রিদি ২/৫৮)।


আরো সংবাদ



premium cement