১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

স্মিথের ইনজুরিতে জন্ম নিলো আরেকজন স্মিথ

মার্নাস লাবুশচানে - ছবি : সংগৃহীত

প্রথম সুযোগে ছিলেন একদমই ব্যর্থ। হয়তো জাতীয় দলে থিতু হওয়া নিয়েই শঙ্কায় ছিলেন। ক্যারিয়ারের প্রথম আট ইনিংসে ব্যাট থেকে আসে মাত্র একটি ফিফটি। অস্ট্রেলিয়ার মতো দলে তা কোনোভাবেই মানানসই ছিল না। কিন্তু দ্বিতীয় সুযোগে ক্যারিয়ারের পথটা পাল্টে ফেললেন মিডল অর্ডার ব্যাটসম্যান মার্নাস লাবুশচানে।

ব্রিসবেন, অ্যাডিলেডের পর এবার পার্থে সেঞ্চুরি তুলে নিলেন অস্ট্রেলিয়ান ২৫ বছর বয়সী অজি তারকা । ব্রিসবেন ও অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে দুটি, এর পর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রথম ইনিংসেই সেঞ্চুরি করে, সেঞ্চুরির হ্যাটট্রিক করলেন লাবুশচানে।

২০১৮ সালে দুবাইতে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয় লাবুশচানের। অভিষেকটা একদমই সুখকর ছিল না। ক্যারিয়ারে প্রথম টেস্ট খেলতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হয় তাকে। দ্বিতীয় ইনিংসেও নিজেকে মেলে ধরতে পারেননি। এবার শূন্য নয়, ১৩ রান করে ফিরতে হয়েছে তাকে।

ব্রিসবেনে শ্রীলঙ্কার বিপক্ষে ষষ্ঠ ইনিংসে এসে ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পান এই তারকা। প্রথম আট ইনিংসে মাত্র একটি ফিফটি। দল থেকে কিছুটা দূরে চলে যাওয়ার আশঙ্কাই ছিল তার। স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার না থাকায় ততদিন দলে সুযোগ মিলেছে মোটামুটি। কিন্তু যখনই অ্যাশেজে দলে ফিরলেন স্মিথ-ওয়ার্নার, তখনই দল থেকে বাদ পড়লেন লাবুশচানে। সুযোগের সৎ ব্যাবহার করতে ব্যর্থ হয়ে সাইডলাইনে বসে থাকতে হয় তাকে।

কিন্তু ভাগ্য আবারো অজি তারকার পাশে এসে দাঁড়ায়। অ্যাশেজে লর্ডস টেস্টে স্মিথ ইনজুরির শিকার হলে, আবারো দলে সুযোগ আসে লাবুশচানের। স্মিথের ব্যাকআপ ব্যাটসম্যান হিসেবে অ্যাশেজ সিরিজে দলে নেয়া হয় লাবুশচানেকে। আর সেখান থেকেই উত্থানের শুরু এই তারকা ব্যাটসম্যানের। স্মিথের জায়গায় ব্যাটিং করতে হলে একজন ব্যাটসম্যানের যে যোগ্যতা লাগে, তা তিনি শিখিয়ে দিয়েছেন। অ্যাশেজে তুলে নিয়েছেন টানা চারটি অর্ধশতক। স্মিথের ইনজুরি তার উত্থানের পথ তৈরী করে দেয়। শিখে নেন স্মিথ কীভাবে দলকে সামনের দিকে এগিয়ে নেন। তারই যোগ্যউত্তরসূরী তিনি।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এবার আর অর্ধশতক নয়, তুলে নেন দুটি সেঞ্চুরি। ১৮৫ ও ১৬২ রানের ঝলঝলে দুটি ইনিংস খেলেন পাকদের বিপক্ষে।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার পার্থে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই তুলে নেন সেঞ্চুরি। দ্বিতীয় দিনে ইনিংসটি আরো বড় হচ্ছে। ১২৭ রানে অপরাজিত রয়েছেন লাবুশচানে।

সর্বশেষ ১০ ইনিংসে ৪ ফিফটি ও তিন সেঞ্চুরি হাঁকিয়েছেন অজি ব্যাটসম্যান। ৬০.০০ রান গড়ে ১৮ ইনিংসে পূর্ণ করেছেন ক্যারিয়ারের এক হাজার রান। স্মিথের একটি ইনজুরি জন্ম দিয়েছে অস্ট্রেলিয়ার নতুন এক স্মিথ। সর্বশেষ কয়েকটি ম্যাচে স্মিথ ব্যর্থ হলেও জ্বলে উঠছেন নতুন স্মিথ (লাবুশচানে)।


আরো সংবাদ



premium cement
তেহরানের প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু হামলায় কোনো ক্ষতি হয়নি : ইরানি কমান্ডার ইরানের পরমাণু কর্মসূচির ‘কেন্দ্র’ ইস্ফাহান : সাবেক মার্কিন কর্মকর্তা মিয়ানমারের বিজিপির আরো ১৩ সদস্য বাংলাদেশে রুমায় অপহৃত সোনালী ব্যাংকের সেই ম্যানেজারকে চট্টগ্রামে বদলি দুবাইয়ে বন্যা অব্য়াহত, বিমানবন্দর আংশিক খোলা ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ১৪ বছরেও হত্যাকাণ্ডের বিচার পায়নি এসআই গৌতম রায়ের পবিবার মিলান-লিভারপুলের বিদায়, সেমিফাইনালে আটলন্টা-রোমা

সকল