২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

চট্টগ্রামকে উড়িয়ে দিলো খুলনা

১৮ বলে হাফ সেঞ্চুরি : রহমানুল্লাহ গুরবাজ - ছবি : সংগৃহীত

বিপিএলের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে মিরপুরে ব্যাটিং দাপট দেখিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৩৭ বল আর ৮ উইকেট হাতে রেখেই হারিয়ে দিয়েছে মুশফিকুর রহীমের দল খুলনা টাইগার্স। ১৪৫ রানের লক্ষ্য তারা সহজেই তাড়া করেছে।

রান তাড়ায় নেমে শুরুতেই নাজমুল হোসেন শান্তকে (৪) হারিয়ে ধাক্কা খেয়েছিল খুলনা। পরের ব্যাটসম্যানরা রীতিমত তাণ্ডব চালালেন চট্টগ্রামের বোলারদের ওপর। ১৮ বলে হাফ সেঞ্চুরিতে পৌছানো রহমানুল্লাহ গুরবাজ ম্যাচটিকে একপেশে বানিয়ে ফেলেন। এই আফগান ৪ বাউন্ডারি আর ৫ ছক্কায় ৫০ রানের ইনিংস খেলে অবশ্য পরের বলেই ফিরে গেছেন।

এরপর চড়াও হয়েছেন প্রোটিয়া ব্যাটসম্যান রাইলি রুশো। ৩৮ বল খেলে রুশো অপরাজিত থাকেন ৬৪ রানে। ২৮ রানে অপরাজিত ছিলেন মুশফিক।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৪ রানের বেশি করতে পারেনি চট্টগ্রাম। লেন্ডন সিমন্স, ইমরুল কায়েসরা ছিলেন ব্যর্থ। সর্বোচ্চ ২৯ রান করেন মুক্তার আলী।


আরো সংবাদ



premium cement

সকল