২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

রাজশাহীকে ১৩৫ রানের টার্গেট দিয়েছে ঢাকা

- ছবি : সংগৃহীত

দুই দলের প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালসকে ১৩৫ রানের লক্ষ্য দিয়েছে ঢাকা প্লাটুন। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে ঢাকা প্লাটুন। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান আসে এনামুল হকের ব্যাট থেকে।

ফেভারিট তকমা নিয়েই বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে মাশরাফি বিন মুর্তজার ঢাকা প্লাটুন। দেশি-বিদেশী তারকা দিয়ে ঠাসা দল। কিন্তু প্রথম ম্যাচের ব্যাটিংয়ে পুরো উল্টো টিত্রই দেখালো ঢাকার ব্যাটসম্যানরা।

টস জিতে ঢাকা প্লাটুনকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রাজশাহী রয়্যালসের অধিনায়ক আন্দ্রে রাসেল।

ব্যাট কতে নেমে ম্যাচটি দিয়ে দীর্ঘ দিন পর খেলায় ফেরেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। গেল কয়েকটি সিরিজে ব্যক্তিগত কারণে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। তবে প্রত্যাবর্তনটা ভালো হয়নি ড্যাশিং ওপেনারের। মাত্র ৫ রান করে আবু জায়েদের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরেও ব্যর্থ ছিলেন দেশসেরা ওপেনার। পরে লরি ইভান্সকে নিয়ে খেলা ধরার চেষ্টা করেন এনামুল হক। ভালোই খেলছিলেন তারা। তবে হঠাৎ থেমে যান ইভান্স। ফরহাদ রেজাকে উইকেট বিলিয়ে দিয়ে আসেন তিনি। তবে রানের চাকা স্লো হয়নি ঢাকার। জাকের আলিকে নিয়ে এগিয়ে যান এনামুল হক। দারুণ মেলবন্ধন গড়ে ওঠে তাদের মধ্যে। কিন্তু ক্ষণিকের ভুল বোঝাবুঝিতে রানআউটে কাটা পড়েন জাকের। ফেরার আগে ২১ রান করেন তিনি।

তারা বিচ্ছিন্ন হতেই পথচ্যুত হয় ঢাকা। এরপর তাইজুল ইসলামের বলে দ্রুত ফেরেন বিধ্বংসী ব্যাটসম্যান থিসারা পেরেরা। সঙ্গী হারিয়ে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি এনামুল। অলক কাপালির স্পিন ভেলকির ফাদেঁ পড়ে ফেরেন তিনি। ফেরার আগে ৩৮ রানের ইনিংস খেলেন ডানহাতি ওপেনার।

৩ উইকেটে ৭৮ রান তুলে ফেলেছিল ঢাকা। তবে এখান থেকেই কক্ষচ্যুত হয় তারা। একের পর এক ব্যাটসম্যানের আসা-যাওয়া । থিসারা পেরেরা ১ রান, শহীদি আফ্রিদি ০, আরিফুল হক ৫ ও মেহেদি হাসানের ৬ রানিই চিল মিড়ল অর্ডার ও ঝড়ো তারকাদের ইনিংস! শেষদিকে ওয়াহাব রিয়াজের ১২ বলে ১৯ ও মাশরাফির ১০ বলে ১৮ রানের ওপর ভর করে ১৩৪ রান সংগ্রহ করে ঢাকা প্লাটুন।

রাজশাহী রয়্যালসের হয়ে আবু জায়েদ ২টি, অলক কাপালি, তাইজুল ইসলাম, ফরহাদ রেজা ও রবি বোপারা একটি করে উইকেট শিকার করেন।

ঢাকা প্লাটুন একাদশ : তামিম ইকবাল, এনামুল হক বিজয়, জাকের আলি অনিক, হাসান মাহমুদ, লরি ইভান্স, শহীদ আফ্রিদি, আরিফুল হক, মেহেদি হাসান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), থিসারা পেরেরা ও ওয়াহাব রিয়াজ।

রাজশাহী রয়্যালস একাদশ : লিটন দাস, হযরতউল্লাহ জাজাই, অলক কাপালি, ফরহাদ রেজা, আফিফ হোসেন, মিনহাজুল আবেদিন আফ্রিদি, শোয়েব মালিক, আন্দ্রে রাসেল (অধিনায়ক), রবি বোপারা, আবু জায়েদ রাহী ও তাইজুল ইসলাম।


আরো সংবাদ



premium cement