২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

মুখোমুখি হচ্ছে পাকিস্তান-শ্রীলঙ্কা

- ছবি : এএফপি

১০ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ থেলতে নামছে পাকিস্তান ক্রিকেট দল। বুধবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান-শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় বেলা ১১টায় ম্যাচটি শুরু হবে।

২০০৯ সালে করাচিতে শ্রীলঙ্কা ক্রিকেট দলেরই গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এরপর ১০ বছর আর কোনো সাদা পোশাকের দল আসেনি পাকিস্তানে। অবশেষে সেই শ্রীলঙ্কা ক্রিকেট দলের হাত ধরেই পাকিস্তানে পড়তে যাচ্ছে সাদা পোশাকের আলো।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইসলামাবাদে সোমবার পৌঁছায় শ্রীলঙ্কা ক্রিকেট দল। পূর্ণ শক্তির দল নিয়ে পাকিস্তান সফরে এসেছে দিমুথ করুনারত্নের দল।

এর আগে দুর্বল দল নিয়ে পাকিস্তানে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে গেছে লঙ্কানরা। নিরাপত্তায় সন্তুষ্ট হয়ে এবার পূর্ণ শক্তির দল নিয়েই টেস্ট খেলতে আসেছে শ্রীলঙ্কা। স্কোয়াডে জায়গা পেয়েছেন দীর্ঘদিন দলের বাইরে থাকা দিনেশ চান্দিমাল। চোট পেয়ে দল থেকে ছিটকে পড়েছেন সুরাঙ্গা লাকমল। তার জায়গায় দলে যোগ হয়েছেন নবমুখ আসিথা ফার্নান্দো।

অন্য দিকে পাকিস্তান দলে ১০ বছর পর দলে জায়গা পেয়েছেন ফাওয়াদ আলম। নতুন মুখ রয়েছেন কাশিফ ভাট্টি। শাহিন শাহ, আব্বাস, নানিম ও ইয়াসির শাহকে নিয়ে গড়া পাকিস্তানের বোলিং আক্রমণ। বাবর আজম, আসাদ শফিক ও আজহারদের নিয়ে গড়া হচ্ছে ব্যাটিং লাইন।

১৯ ডিসেম্বর করাচি ন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি হবে দুদ’ল।

শ্রীলঙ্কা টেস্ট দল : দিমুথ করুণারত্নে, ওশাদা ফার্নান্দো, কুসাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, কুসাল পেরেরা, লাহিরু থিরিমান্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা, দিলরুয়ান পেরেরা, লাসিথ এমবুলদেনিয়া, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা, আসিথা ফার্নান্দো ও লাকসান সান্দাকান।

পাকিস্তান টেস্ট দল : আজহার আলি (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ আব্বাস, আসাদ শাফিক, আবিদ আলি, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, নাসিম শাহ, কাশিফ ভাট্টি, উসমান সিনওয়ারি, ইমাম উল হক, ইমরান খান, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, ফাওয়াদ আলম।


আরো সংবাদ



premium cement
গাজার ২টি হাসপাতালে গণকবরের সন্ধান, তদন্তের আহ্বান জাতিসঙ্ঘের তীব্র তাপদাহে পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ বিএনপির ৬ জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ, সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা মাতামুহুরিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ আপিল বিভাগে ৩ বিচারপতি নিয়োগ ফেনীতে ইসতিসকার নামাজে মুসল্লির ঢল গাজা যুদ্ধের মধ্যেই ১০০ শতাংশ ছাড়িয়েছে ইসরাইলের সামরিক ব্যয় মন্ত্রী-এমপি’র স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা : কাদের গ্যাটকো মামলা : খালেদা জিয়ার বিরুদ্ধে শুনানি ২৫ জুন বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ গলাচিপায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে ৩টি সংগঠনের নেতৃত্বে মানববন্ধন

সকল