১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ইংল্যান্ড দলে ফিরলেন অ্যান্ডারসন-বেয়ারস্টো

জেমস অ্যান্ডারসন - ছবি : সংগৃহীত

কাফ ইনজুরি কাটিয়ে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে ইংল্যান্ড দলে ফিরলেন পেসার জেমস অ্যান্ডারসন। এছাড়ার ইংলিশ দলে ফিরেছেন আরেক পেসার মার্ক উড এবং উইকেটরক্ষক জনি বেয়ারস্টো।

গত আগস্টে নিজ মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে জাতীয় দলের হয়ে সর্বশেষ মাঠে নেমেছেন ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারী ৩৭ বছর বয়সী অ্যান্ডারসন। এজবাস্টন টেস্ট মাত্র চার ওভার বোলিং করার পরই ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।

সম্প্রতি নিউজিল্যান্ড সফরে বাদ পড়লেও দক্ষিণ আফ্রিকা সিরিজে ১৭ সদস্যের দলে ফিরেছেন ৬৯ টেস্ট খেলা বেয়ারস্টো।

ইংল্যান্ডের বিশ্বকাপ শিরোপা জয়ের মিশনে সাইড স্ট্রেনে পড়ে অ্যাশেজ সিরিজ মিস করার পর পুনরায় দলে ফিরেছেন ফাস্ট বোলার উড।

ইংল্যান্ড জাতীয় দলের নির্বাচক এড স্মিথ বলেন, ‘সফরের প্রথম দিকের ম্যাচে উডকে সেরা একাদশে পাওয়ার আশা করা হচ্ছেনা। তবে তিনি দলের সঙ্গে থাকবেন মেডিকেল স্টাফের সঙ্গে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন।’ টেস্ট ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেয়ায় অফ স্পিনার মঈন আলীকে দলে রাখা হয়নি বলে নিশ্চিত করেন স্মিথ।

নিউজিল্যান্ড সফরে থাকলেও দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বাদ পড়েছেন পেসার নতুন মুখ সাকিব মাহমুদ।

সেঞ্চুরিয়ানে আগামী ২৬ ডিসেম্বরের ম্যাচ দিয়ে শুরু হবে চার টেস্টের সিরিজ।

ইংল্যান্ড দল : জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রাউলি, স্যাম কারান, জো ডেনলি, জ্যাক লিচ, ম্যাথু পার্কিনসন, ওলি পোপ, ডোমিনিক সিবলি, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড।


আরো সংবাদ



premium cement