২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

এসএ গেমস ক্রিকেটে মালদ্বীপের বিরুদ্ধে দাপুটে জয়

-

নেপালে চলমান সাউথ এশিয়ান গেমসের ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে দুর্বল মালদ্বীপকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল জিতেছে ১০৯ রানের বড় ব্যবধানে।

তবে ব্যাট হাতে ভালো করতে পারেনি বাংলাদেশ। আগে ব্যাট করে সৌম্য, শান্তরা ৪ উইকেট হারিয়ে দাঁড় করায় ১৭৪ রানের সংগ্রহ। জবাবে মালদ্বীপ অলআউট হয়েছে ৬৫ রানে। স্পিনার তানভীর ইসলাম নিয়েছেন ৫ উইকেট। এছাড়া আফিফ হোসেন ধ্রুব ও মিনহাজুল আবেদিন আফ্রিদি ২টি করে উইকেট শিকার করেছেন।

মালদ্বীপের পক্ষে ব্যাট হাতে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন মাত্র দুইজন। দুই ওপেনার আলি ইভান ১২ এবং আহমেদ হাসান করেছেন ১০ রান।
আর বাংলাদেশর ইনিংসে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৪৯, সৌম্য সরকার ৪৬ ও নাইম শেখ ৩৮ রান করেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ দলের কেউই পঞ্চাশ পেরুতে পারেননি। দেখেশুনে দারুণ সূচনা করেন দুই ওপেনার সৌম্য সরকার ও মোহাম্মদ নাইম শেখ। ইনিংসের ৮ম ওভারে রানআউট হওয়ার আগে ৪ চার ও ১ ছয়ের মারে ২৮ বলে ৩৮ রান করেন নাইম।


আরো সংবাদ



premium cement