২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

দৃষ্টি পরীক্ষায় বলের রং চিনতে পারছেন না লিটন

- ছবি : সংগৃহীত

ইডেনে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলতে নামার আগে দৃষ্টি-পরীক্ষা (ভিশন টেস্ট) হওয়ার সময় ধরা পড়ল বাংলাদেশ দলের উইকেটরক্ষক লিটন দাস গোলাপী বলের রং চিনতে পারছেন না।

ফলে বল দেখতে সমস্যা হচ্ছে তার। এমন খবর বাংলাদেশ দলের একটি সূত্র জানায় আনন্দবাজার পত্রিকাকে। ফলে ভারতের বিরুদ্ধে ইডেন টেস্টে উইকেটের পিছনে লিটনকে নিয়ে বাড়তি চিন্তা থাকছে রাসেল ডোমিঙ্গোর দলে।

চলতি সিরিজ শুরুর আগেই মুশফিকুর রহিম জানিয়ে দিয়েছিলেন, তিনি ব্যাটিংয়ে মন দিতে চান। ভারত সফরে উইকেটরক্ষক করবেন না তিনি।’তাই লিটনই ছিলো টেস্টে ভরসা। তবে এখনো কিছু বলা যাচ্ছে না, খেলা শুরু হওয়া না পর্যন্ত। লিটনের যদি কিপিং করতে সমস্যা হয়, সেখানে বাংলাদেশ কি সিদ্ধান্ত নেয়।

তবে গোলাপী বল নিয়ে কোনো দলিই যে স্বস্তিতে নেই তা ইতোপূর্বে বুঝা গিয়েছে। বাংলাদেশ অধিনায়ককে প্রশ্ন করা হয়েছিল, লাল বলে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট না গোলাপী বলে দ্বৈরথ দেখতে দর্শক ঠাসা স্টেডিয়াম, কোনটা পছন্দ করবেন? উত্তরে মোমিনুল বললেন, ‘‘ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা জরুরী। তবে দর্শকরা গোলাপী বলে নৈশালোকে টেস্ট ক্রিকেট উপভোগ করবে।’’ যোগ করেন, ‘‘তবে খেলব তো ক্রিকেটই। গোলাপী বলের চ্যালেঞ্জ নিতে তৈরি আমরা।’’

লিটনের যে গোলাপী বলে সমস্যা হচ্ছে, তা বুধবার সকালে বাংলাদেশের অনুশীলনেই বোঝা গিয়েছিল। নেট বোলার ইরফানের বলে নয় বার বোল্ড হয়ে যান তিনি। তার পরে এ দিন দৃষ্টি-পরীক্ষায় দেখা যায়, লিটন গোলাপী বল নাকি দেখতে পাচ্ছেন না। সমস্যা হচ্ছে। লিটন এ দিন তিনি অনুশীলনও করেননি। বাংলাদেশ দল যখন সন্ধ্যার ইডেনে মন দিয়ে নেটে ব্যাটিং ও বোলিং-প্রস্তুতি সারছিল, তখন ক্লাব হাউসের বারান্দায় পায়চারি করছিলেন লিটন। পরিচিতদের সঙ্গে কথা বলতেও দেখা যায় তাকে। ছোটবেলা থেকেই কলকাতায় খেলতে আসছেন লিটন। ফলে সিএবি-র অনেকের সঙ্গেই তাঁর পরিচিতি রয়েছে। ইডেনে ভারত-বাংলাদেশ ম্যাচের স্কোরারের সঙ্গেও পারিবারিক গল্প করছিলেন তিনি। কিন্তু কেন অনুশীলন করলেন না, তা জানতে চাইতে ড্রেসিংরুমে চলে যান লিটন। ফলে ইডেনে ঐতিহাসিক টেস্টে বাংলাদেশের উইকেটরক্ষক হিসেবে মিঠুনকে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই।

এই পরিস্থিতিতে বাংলাদেশ তিন পেসার নিয়ে পাল্টা ভারতীয় শিবিরে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পরিকল্পনাও করছে, তা এ দিন অনুশীলনে স্পষ্ট। নেটে ভাল ছন্দেই বল করতে দেখা গিয়েছে পেসার আল আমিন হোসেন, আবু জায়েদকে। তৃতীয় পেসার হিসেবে কে? মোস্তাফিজ়ুর রহমান নাকি এবাদত হোসেন? এ দিনের প্রস্তুতি বলছে, হয়তো দলে ঢুকতে পারেন মোস্তাফিজ়ুর। এ দিন বাংলাদেশের ফাস্ট বোলিং কোচ শার্ল ল্যাঙ্গভেল্ট মাঠের মাঝখানে অফস্টাম্প ও লেগস্টাম্প রেখে টানা বল করাচ্ছিলেন মুস্তাফিজ়ুরকে। বার বার বলছিলেন মিডল স্টাম্পে বল ঢুকিয়ে আনতে। অর্থাৎ মোস্তাফিজ়ের কাটার ও ইনসুইঙ্গার ভরসা অধিনায়ক মুমিনুল হকের। বাংলাদেশ অধিনায়ক বলেও দিচ্ছেন, ‘‘অঘটন ঘটাব তা বলছি না, যা প্রস্তুতি হয়েছে তা ঠিকঠাক কাজে লাগাতে চাই মাঠে নেমে। সঙ্গে প্রথম টেস্টে যে ভুলভ্রান্তি হয়েছিল, তা আর করতে চাই না।’’

মুমিনুল মানছেন গোলাপী বলে ভারতীয় পেসারদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জের ব্যাপার। তাঁর কথায়, ‘‘গোধূলিতে গোলাপী বলে খেলা কঠিন। তার উপরে ভারতের তিন বিশ্বমানের সেরা পেসারের বল খেলাটাও একটা চ্যালেঞ্জ।’’

সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু নীলফামারীতে তিন হাজার ১৭০ চাষির মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কারাগারে কয়েদির মৃত্যু উজ্জ্বল হত্যার বিচার দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ২১ খাবারের সন্ধানে বসতবাড়িতে হরিণ, মহামায়ায় অবমুক্ত সিঙ্গাপুর প্রবাসী ফিরোজ মাহমুদের লাশ দেশে ফিরেছে ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু গণতন্ত্র পুনরুদ্ধারে সব ধর্মের মানুষকে এগিয়ে আসতে হবে: ড. সুকোমল বড়ুয়া

সকল