২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

জম্মু-কাশ্মিরের পাশেই সৌরভ

- ফাইল ছবি

কোনো পরিস্থিতিতে জম্মু ও কাশ্মিরের ক্রিকেট উন্নয়নের কাজ থেমে থাকবে না। সোমবার সেই বার্তা স্পষ্ট করে দিলেন বোর্ডের নতুন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

সোমবার মুম্বইয়ে বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে যায় জম্মু ও  কাশ্মিরের এক প্রতিনিধিদল। যে দলে ছিলেন রাজ্য দলের অধিনায়ক পারভেজ রসুল, জম্মু ও  কাশ্মির দলের মেন্টর ইরফান পাঠান এবং রাজ্য ক্রিকেট সংস্থার এক আধিকারিক। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, সৌরভের সঙ্গে জম্মু ও  কাশ্মিরের সার্বিক ক্রিকেট উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত রাজ্য ক্রিকেট সংস্থার আধিকারিক বলেছেন, ‘‘বোর্ড প্রেসিডেন্ট প্রতিনিধিদলের সদস্যদের কথা মন দিয়ে শুনেছেন। আমরা তার কাছে অনুরোধ করেছি যাতে জম্মু ও  কাশ্মির ক্রিকেট উন্নয়নে তাঁর সহায়তা পাই। তিনি আমাদের আশ্বস্ত করেছেন।’’

রাজনৈতিক অস্থিরতার কারণে এই মুহূর্তে নিজেদের ঘরে কোনও ম্যাচ খেলার সুযোগই পাচ্ছেন না পারভেজ রসুলরা। শোনা গিয়েছে, জম্মুতে ম্যাচ আয়োজনের ব্যাপারে সৌরভ বিশেষ উদ্যোগ নিতে চলেছেন। ওই আধিকারিক বলেছেন, ‘‘আশা করছি, জম্মুতে আবার রাজ্য দল ম্যাচ খেলতে পারবে। জম্মুতে একটি কলেজের বড় মাঠ রয়েছে। সেই মাঠের উন্নতি করার কাজ শুরু হবে। খুব সম্ভবত সেখানেই প্রথম শ্রেণির ম্যাচগুলি হবে।’’

এই মুহূর্তে চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জম্মু ও  কাশ্মির দল তাদের ম্যাচগুলি খেলছে সুরাতে।  এখনও পর্যন্ত আশাব্যঞ্জক ফলও করতে পারেনি তারা। তিন ম্যাচে জিতেছে একটি ম্যাচে। হার দুই ম্যাচে। প্রশ্ন উঠছে, রসুলরা কবে ঘরে খেলার সুযোগ পাবেন? জম্মু ও  কাশ্মির ক্রিকেট সংস্থার এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, সৌরভ জানিয়েছেন, আগামী দেড় মাসের মধ্যে সেই ছবিটা অনেক স্পষ্ট হয়ে যাবে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
বান্দরবানের ৩ উপজেলায় নির্বাচন স্থগিত চুয়াডাঙ্গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজে মুসুল্লিদের ঢল বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের চাবিটা মনে হয় পার্শ্ববর্তী দেশকে দিয়েছে সরকার : রিজভী চীনের দক্ষিণাঞ্চলীলের গুয়াংডংয়ে সর্বোচ্চ স্তরের বৃষ্টিপাতের সতর্কতা জারি আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার মুসলিম শ্রমিক হত্যায় হিন্দু নেতারা চুপ কেন : প্রশ্ন হেফাজত নেতা আজিজুল হকের সাভারে বুধবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে গাজা ইস্যুতে শিক্ষার্থীদের বিক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র ফরিদপুর-খুলনা মহাসড়কে জনতার অবরোধ ভাঙতে টিয়ারশেল ও ফাঁকা গুলি বাংলাদেশ-কাতারের মধ্যে ১০টি সহযোগিতা নথি সই ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি’

সকল